ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। কিয়েভে স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো বলেছেন, ‘একটি পেট্রল স্টেশনের কাছে রাশিয়ার ছোড়া ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ছিল। আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ২০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। কিন্তু একটি ড্রোন খুব কাছাকাছি পড়ে একজন নিহত হয়েছে।’
এদিকে রোববার (২৮ মে) ভোরে ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চল ভলিন থেকে দক্ষিণ-পূর্বাঞ্চল দিনিপ্রোর মোট ১২টি অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে মেয়র ভিতালি ক্লিৎস্কো কিয়েভের বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানান।
মেয়র আরও বলেন, কিয়েভের পৃথক শহরের দুটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে জরুরি কর্মীদের মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে হামলার জন্য কামিকাজ ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া।
এর আগে শনিবার ইউক্রেনের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা অলেক্সেই দানিলোভ বিবিসিকে এক সাক্ষাৎকারে জানান, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান চালাতে প্রস্তুত ইউক্রেন। যেকোনো মুহূর্তে শুরু হতে পারে এই অভিযান।
অলেক্সেই দানিলোভ বলেন, এখনো হামলার কোনো সুনির্দিষ্ট দিন ঠিক হয়নি। তবে ভ্লাদিমির পুতিনের সেনারা যেসব অঞ্চল দখল করেছে, তা ফিরিয়ে আনার জন্য যেকোনো সময় পাল্টা হামলা হতে পারে। এই হামলা আগামীকালও হতে পারে আবার পরের সপ্তাহেও হতে পারে বলে জানান তিনি।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। কিয়েভে স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো বলেছেন, ‘একটি পেট্রল স্টেশনের কাছে রাশিয়ার ছোড়া ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ছিল। আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ২০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। কিন্তু একটি ড্রোন খুব কাছাকাছি পড়ে একজন নিহত হয়েছে।’
এদিকে রোববার (২৮ মে) ভোরে ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চল ভলিন থেকে দক্ষিণ-পূর্বাঞ্চল দিনিপ্রোর মোট ১২টি অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে মেয়র ভিতালি ক্লিৎস্কো কিয়েভের বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানান।
মেয়র আরও বলেন, কিয়েভের পৃথক শহরের দুটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে জরুরি কর্মীদের মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে হামলার জন্য কামিকাজ ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া।
এর আগে শনিবার ইউক্রেনের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা অলেক্সেই দানিলোভ বিবিসিকে এক সাক্ষাৎকারে জানান, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান চালাতে প্রস্তুত ইউক্রেন। যেকোনো মুহূর্তে শুরু হতে পারে এই অভিযান।
অলেক্সেই দানিলোভ বলেন, এখনো হামলার কোনো সুনির্দিষ্ট দিন ঠিক হয়নি। তবে ভ্লাদিমির পুতিনের সেনারা যেসব অঞ্চল দখল করেছে, তা ফিরিয়ে আনার জন্য যেকোনো সময় পাল্টা হামলা হতে পারে। এই হামলা আগামীকালও হতে পারে আবার পরের সপ্তাহেও হতে পারে বলে জানান তিনি।
গাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে দুই দিনের ব্যবধানে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। শুক্রবার জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
৪০ মিনিট আগেইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাধারণ ক্ষমার সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল শুক্রবার শত শত বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এই তালিকায় রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্তদের পাশাপাশি বিরোধী নেতারাও রয়েছেন। মূলত, দেশটিকে জাতীয় ঐক্যের অংশ হিসেবে এসব রাজবন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগেইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিল মধ্য ইউরোপের এই রাষ্ট্রটি। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এ ঘোষণা দেন।
১ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লি থেকে নিউ ইয়র্ক সিটির নির্বাচনী মাঠে জোহরান মামদানির বিরুদ্ধে এক সুগঠিত ও ব্যাপক আক্রমণ চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ও তার সমর্থক গোষ্ঠীগুলো মামদানির সমালোচনা করে তাকে ‘হিন্দু-বিদ্বেষী’ এবং ‘দেশবিরোধী’ হিসাবে তুলে ধরছে...
১ ঘণ্টা আগে