Ajker Patrika

ফ্রান্সে অগ্নিকাণ্ডে মা ও সাত সন্তানের মৃত্যু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ১৯
ফ্রান্সে অগ্নিকাণ্ডে মা ও সাত সন্তানের মৃত্যু

ফ্রান্সের উত্তরাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও সাত সন্তানের মৃত্যু হয়েছে। ওই সাত সন্তানের বয়স ২ থেকে ১৪ বছরের মধ্যে। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) চার্লি-সুর-মার্নি শহরের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় কৌঁসুলি জুলিয়ান মরিনো-রোস বলেন, গত এক দশকে ওই অঞ্চলে এটি বড় আগুন লাগার ঘটনা। বাড়িটিতে মধ্যরাতে আগুন লাগে। এ সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক নারী ও তাঁর সাত সন্তানের মৃত্যু হয়। এ ছাড়া ওই নারীর স্বামীও দগ্ধ হয়েছেন। তাঁর অবস্থা গুরুতর। 

রাত ১টা নাগাদ বাড়িটিতে ধোঁয়া দেখতে পেয়ে দমকল বিভাগে ফোন করেন প্রতিবেশীরা। দমকলকর্মীদের কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিদ্যুৎ চলে যাওয়ায় অভিযান ব্যাহত হয়। বাড়ির নিচতলায় থাকা কাপড় শুকানোর যন্ত্র থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

২০১৩ সালের পর এই দুর্ঘটনাটি সবচেয়ে মর্মান্তিক। ওই বছর ফ্রান্সের উত্তরাঞ্চলে অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছিল। তাদের বয়স দুই থেকে নয় বছরের মধ্যে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত