গৃহকর্মীদের নির্যাতন ও শোষণের অপরাধে ব্রিটেনের অন্যতম ধনী পরিবার হিন্দুজার চার সদস্যকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছেন সুইজারল্যান্ডের আদালত। সুইজারল্যান্ডে নিজেদের লেকসাইড ভিলায় গৃহকর্মীদের নির্যাতনের অপরাধে গতকাল শুক্রবার ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের প্রকাশ হিন্দুজা, তার স্ত্রী, পুত্র এবং পুত্রবধূকে চার থেকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এপি খবরটি দিয়েছে।
হিন্দুজা পরিবারের বিরুদ্ধে অভিযোগ—তারা গৃহকর্মীদের পাসপোর্ট আটকে রাখত, ঘরের বাইরে যেতে দিত না এবং দৈনিক ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করত।
তবে ৭৯ বছর বয়সী বিজনেস টাইকুন প্রকাশ হিন্দুজা, তার স্ত্রী কমল, পুত্র অজয় এবং পুত্রবধূ নম্রতার বিরুদ্ধে মানব পাচারের মতো গুরুতর অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত।
গৃহকর্মীদের বেশির ভাগই নিরক্ষর ভারতীয়। তাদের বেতন সুইস ফ্রাঁ-তে নয়, ভারতীয় রুপিতে দেওয়া হয়। বেতনের এই টাকা জমা হতো দেশে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, যার নাগাল সুইজারল্যান্ডে থেকে তার পেতেন না।
আসামিপক্ষের আইনজীবীরা আপিল করবেন বলে জানিয়েছেন। কমল হিন্দুজার আইনজীবী রবার্ট অ্যাসেল বলেছেন যে, আদালত মানব পাচারের অভিযোগ বাতিল করেছে বলে তিনি স্বস্তি পেয়েছেন। তারপরও আদালতের শাস্তিকে তার কাছে বেশি মনে হয়েছে।
হিন্দুজা পরিবার কেন আদালতে ছিল না তা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমার মক্কেলদের স্বাস্থ্য বেশ খারাপ, তারা বয়স্ক মানুষ।’ তিনি বলেছিলেন যে, প্রকাশ হিন্দুজার ৭৫ বছর বয়সী স্ত্রী হাসপাতালে নিবিড় পরিচর্যায় ছিলেন এবং পরিবার তার সঙ্গে ছিল।
এই মামলার পঞ্চম আসামি নাজিব জিয়াজি হচ্ছেন হিন্দুজা পরিবারের ব্যবসায়িক ব্যবস্থাপক। তিনি ১৮ মাসের স্থগিত সাজা পেয়েছেন।
অভিযোগের বিষয়ে সুইস আদালতে কৌঁসুলি ইভ বেরতোসা বলেন, ‘একজন গৃহকর্মীর চেয়ে তারা (হিন্দুজা পরিবার) তাদের একটি পোষা কুকুরের পেছনে বেশি অর্থ ব্যয় করেন।’ কৌঁসুলিদের দাবি, একজন নারী গৃহকর্মীকে দিনে ১৮ ঘণ্টা কাজের বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হয় মাত্র ৬ দশমিক ১৯ সুইস ফ্রাঁ। সপ্তাহের সাত দিনই তাঁদের দিয়ে কাজ করানো হয়।
কৌঁসুলিরা আরও বলেন, গৃহকর্মীদের সঙ্গে চাকরির চুক্তিতে কর্মঘণ্টার বা সাপ্তাহিক ছুটির বিষয়ে নির্দিষ্ট কোনো কিছু উল্লিখিত থাকে না। কর্মীদের পাসপোর্টও এই পরিবার নিজেদের জিম্মায় রাখে। এসব কর্মীর কাছে খরচ করার মতো কোনো অর্থকড়িও থাকে না। কারণ, তাঁদের বেতন পরিশোধ করা হয় ভারতে। এ ছাড়া, চাকরিদাতার অনুমতি ছাড়া গৃহকর্মীরা বাড়ির বাইরে যেতে পারেন না। তাঁদের কোনো স্বাধীনতা নেই।
তবে অভিযোগ অস্বীকার করেছে হিন্দুজা পরিবার। হিন্দুজা পরিবারের আইনজীবীরা বলেন, এই পরিবারের সদস্যরা গৃহকর্মীদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করেন। কৌঁসুলিরা গৃহকর্মীদের বেতন নিয়ে আদালতে যা বলেছেন, তা–ও ভুল বলে দাবি করেছে তাঁরা।
হিন্দুজা পরিবারের কৌঁসুলিরা আদালতে পাল্টা দাবি করেন, কেবল গৃহকর্মীদের বেতন দিয়ে সবকিছু বিচার করলে হবে না। তাঁদের খাবার ও থাকার ব্যবস্থাও করে থাকে হিন্দুজা পরিবার। সেখানেও তাঁদের পেছনে নির্দিষ্ট পরিমাণ খরচ আছে।
তিন ভাইয়ের সঙ্গে তথ্য প্রযুক্তি, মিডিয়া, পাওয়ার, রিয়েল এস্টেট এবং স্বাস্থ্যসেবা সেক্টরে একটি বৃহৎ শিল্প গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন প্রকাশ হিন্দুজা। ফোর্বস ম্যাগাজিন অনুসারে, হিন্দুজা পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার কোটি ডলার। বিলিয়ন ডলার।
গৃহকর্মীদের নির্যাতন ও শোষণের অপরাধে ব্রিটেনের অন্যতম ধনী পরিবার হিন্দুজার চার সদস্যকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছেন সুইজারল্যান্ডের আদালত। সুইজারল্যান্ডে নিজেদের লেকসাইড ভিলায় গৃহকর্মীদের নির্যাতনের অপরাধে গতকাল শুক্রবার ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের প্রকাশ হিন্দুজা, তার স্ত্রী, পুত্র এবং পুত্রবধূকে চার থেকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এপি খবরটি দিয়েছে।
হিন্দুজা পরিবারের বিরুদ্ধে অভিযোগ—তারা গৃহকর্মীদের পাসপোর্ট আটকে রাখত, ঘরের বাইরে যেতে দিত না এবং দৈনিক ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করত।
তবে ৭৯ বছর বয়সী বিজনেস টাইকুন প্রকাশ হিন্দুজা, তার স্ত্রী কমল, পুত্র অজয় এবং পুত্রবধূ নম্রতার বিরুদ্ধে মানব পাচারের মতো গুরুতর অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত।
গৃহকর্মীদের বেশির ভাগই নিরক্ষর ভারতীয়। তাদের বেতন সুইস ফ্রাঁ-তে নয়, ভারতীয় রুপিতে দেওয়া হয়। বেতনের এই টাকা জমা হতো দেশে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, যার নাগাল সুইজারল্যান্ডে থেকে তার পেতেন না।
আসামিপক্ষের আইনজীবীরা আপিল করবেন বলে জানিয়েছেন। কমল হিন্দুজার আইনজীবী রবার্ট অ্যাসেল বলেছেন যে, আদালত মানব পাচারের অভিযোগ বাতিল করেছে বলে তিনি স্বস্তি পেয়েছেন। তারপরও আদালতের শাস্তিকে তার কাছে বেশি মনে হয়েছে।
হিন্দুজা পরিবার কেন আদালতে ছিল না তা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমার মক্কেলদের স্বাস্থ্য বেশ খারাপ, তারা বয়স্ক মানুষ।’ তিনি বলেছিলেন যে, প্রকাশ হিন্দুজার ৭৫ বছর বয়সী স্ত্রী হাসপাতালে নিবিড় পরিচর্যায় ছিলেন এবং পরিবার তার সঙ্গে ছিল।
এই মামলার পঞ্চম আসামি নাজিব জিয়াজি হচ্ছেন হিন্দুজা পরিবারের ব্যবসায়িক ব্যবস্থাপক। তিনি ১৮ মাসের স্থগিত সাজা পেয়েছেন।
অভিযোগের বিষয়ে সুইস আদালতে কৌঁসুলি ইভ বেরতোসা বলেন, ‘একজন গৃহকর্মীর চেয়ে তারা (হিন্দুজা পরিবার) তাদের একটি পোষা কুকুরের পেছনে বেশি অর্থ ব্যয় করেন।’ কৌঁসুলিদের দাবি, একজন নারী গৃহকর্মীকে দিনে ১৮ ঘণ্টা কাজের বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হয় মাত্র ৬ দশমিক ১৯ সুইস ফ্রাঁ। সপ্তাহের সাত দিনই তাঁদের দিয়ে কাজ করানো হয়।
কৌঁসুলিরা আরও বলেন, গৃহকর্মীদের সঙ্গে চাকরির চুক্তিতে কর্মঘণ্টার বা সাপ্তাহিক ছুটির বিষয়ে নির্দিষ্ট কোনো কিছু উল্লিখিত থাকে না। কর্মীদের পাসপোর্টও এই পরিবার নিজেদের জিম্মায় রাখে। এসব কর্মীর কাছে খরচ করার মতো কোনো অর্থকড়িও থাকে না। কারণ, তাঁদের বেতন পরিশোধ করা হয় ভারতে। এ ছাড়া, চাকরিদাতার অনুমতি ছাড়া গৃহকর্মীরা বাড়ির বাইরে যেতে পারেন না। তাঁদের কোনো স্বাধীনতা নেই।
তবে অভিযোগ অস্বীকার করেছে হিন্দুজা পরিবার। হিন্দুজা পরিবারের আইনজীবীরা বলেন, এই পরিবারের সদস্যরা গৃহকর্মীদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করেন। কৌঁসুলিরা গৃহকর্মীদের বেতন নিয়ে আদালতে যা বলেছেন, তা–ও ভুল বলে দাবি করেছে তাঁরা।
হিন্দুজা পরিবারের কৌঁসুলিরা আদালতে পাল্টা দাবি করেন, কেবল গৃহকর্মীদের বেতন দিয়ে সবকিছু বিচার করলে হবে না। তাঁদের খাবার ও থাকার ব্যবস্থাও করে থাকে হিন্দুজা পরিবার। সেখানেও তাঁদের পেছনে নির্দিষ্ট পরিমাণ খরচ আছে।
তিন ভাইয়ের সঙ্গে তথ্য প্রযুক্তি, মিডিয়া, পাওয়ার, রিয়েল এস্টেট এবং স্বাস্থ্যসেবা সেক্টরে একটি বৃহৎ শিল্প গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন প্রকাশ হিন্দুজা। ফোর্বস ম্যাগাজিন অনুসারে, হিন্দুজা পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার কোটি ডলার। বিলিয়ন ডলার।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
৬ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
৬ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
৬ ঘণ্টা আগে