ফ্রান্সের আল্পস পর্বতমালায় হিমবাহধসে অন্তত ৪ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২ জন গাইড। আহত হয়েছেন ৯ জন। এ ছাড়া কয়েকজন নিখোঁজ বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। আল্পসের দক্ষিণ-পশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে এই ধস হয়।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, আর্মানসেট হিমবাহে স্কি করতে গেলে ভয়াবহ হিমবাহধসের কবলে পড়েন পর্বতারোহীরা। এ সময় তুষারের নিচে চাপাপড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। আহত হন আরও বেশ কয়েকজন।
বিশাল এলাকাজুড়ে এই হিমবাহধস হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধারে অভিযান শুরু করেন স্থানীয় উদ্ধারকারী সংস্থার সদস্যরা। তবে কী কারণে এই আকস্মিক ধস হলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
হিমবাহধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আরও কেউ হতাহত হয়েছেন কি না এবং যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁদের খুঁজে বের করতে উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের বেশির ভাগই পর্বতারোহী বলে ধারণা করা হচ্ছে। তাঁরা নিকটবর্তী একটি স্কি রিসোর্টে উঠেছিলেন। বৈরী আবহাওয়া বিরাজ করায় রিসোর্টের পক্ষ থেকে বিশেষ সাবধানতা অবলম্বনের কথা বলা হলেও তা উপেক্ষা করেই স্কি করতে যান পর্বতারোহীরা।
এর আগে ২০১৪ সালে একই এলাকায় হিমবাহধসের ঘটনায় প্রাণ হারান দুই ভাই। তাঁরা দুজনেই অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিয়েছিলেন।
ফ্রান্সের আল্পস পর্বতমালায় হিমবাহধসে অন্তত ৪ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২ জন গাইড। আহত হয়েছেন ৯ জন। এ ছাড়া কয়েকজন নিখোঁজ বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। আল্পসের দক্ষিণ-পশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে এই ধস হয়।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, আর্মানসেট হিমবাহে স্কি করতে গেলে ভয়াবহ হিমবাহধসের কবলে পড়েন পর্বতারোহীরা। এ সময় তুষারের নিচে চাপাপড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। আহত হন আরও বেশ কয়েকজন।
বিশাল এলাকাজুড়ে এই হিমবাহধস হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধারে অভিযান শুরু করেন স্থানীয় উদ্ধারকারী সংস্থার সদস্যরা। তবে কী কারণে এই আকস্মিক ধস হলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
হিমবাহধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আরও কেউ হতাহত হয়েছেন কি না এবং যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁদের খুঁজে বের করতে উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের বেশির ভাগই পর্বতারোহী বলে ধারণা করা হচ্ছে। তাঁরা নিকটবর্তী একটি স্কি রিসোর্টে উঠেছিলেন। বৈরী আবহাওয়া বিরাজ করায় রিসোর্টের পক্ষ থেকে বিশেষ সাবধানতা অবলম্বনের কথা বলা হলেও তা উপেক্ষা করেই স্কি করতে যান পর্বতারোহীরা।
এর আগে ২০১৪ সালে একই এলাকায় হিমবাহধসের ঘটনায় প্রাণ হারান দুই ভাই। তাঁরা দুজনেই অভিজ্ঞ পর্বতারোহী ছিলেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিয়েছিলেন।
তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার দেওয়া প্রতিনিধি দলের নামের তালিকায় নেই পুতিনের নাম। ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এই
৪০ মিনিট আগেফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
১৩ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
১৪ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
১৬ ঘণ্টা আগে