লন্ডনভিত্তিক ফ্যাশন সাইট খানুমস-এর প্রতিষ্ঠাতা রোকেয়া খানুম। লন্ডনেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। বিশ্বখ্যাত ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারে নিজের সফলতার পেছনে অনুপ্রেরণার কথা বলতে গিয়ে সবার আগে বাংলাদেশকেই টেনে আনলেন যুক্তরাজ্যে প্রথম প্রজন্মের দক্ষিণ এশীয় এই নারী।
মঙ্গলবার প্রকাশিত এক নিবন্ধে রোকেয়া জানান, তাঁর দক্ষিণ এশীয় চেতনার সঙ্গে যুক্তরাজ্যে আধুনিক পশ্চিমা ফ্যাশনের সংমিশ্রণ ঘটেছে। এর ছাপ দেখা যায় তাঁর ফ্যাশন বিষয়ক কারুকার্যে।
চারটি অনুপ্রেরণার কথা জানাতে গিয়ে রোকেয়া সবার আগে উল্লেখ করেছেন বাংলাদেশের পতাকার কথা। এই পতাকার সবুজ রং তাঁর ডিজাইন করা বহু পোশাকের অনুপ্রেরণা হয়েছে। বাংলাদেশি পতাকায় ব্যবহৃত দুটি রং এবং এগুলোর অন্তর্নিহিত অর্থকে তিনি ভালোবাসেন। সবুজ রঙের ভেতর দিয়ে তিনি বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের প্রতিচ্ছবি এবং জীবনের সম্ভাবনাকে দেখতে পান। তাঁর ডিজাইন করা বেশ কিছু গয়নাতেও সবুজ রঙের প্রাধান্য দেখা যায়।
ভারতে ভ্রমণকেও নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন রোকেয়া। বিশেষ করে তাজ মহল। মুঘল আমলের এই অনন্য স্থাপনা দেখার সময় শিল্পের প্রতি গভীর টান অনুভব করেছেন তিনি। তাজ মহলের নির্মাণ শৈলী, ক্যালিগ্রাফি, ফুলের সমারোহ এবং বিমূর্ত জ্যামিতিক মোটিফের সমন্বয় ইসলামি ঐতিহ্যকে অনুসরণ করে। খানুমের ডিজাইন করা জ্যাকেটগুলোতে যে সুষম এবং সুরেলা বিমূর্ত নকশাগুলো দেখা যায় তা মূলত তাজ মহলের অনুপ্রেরণা থেকেই।
একবার লন্ডনে অবস্থিত ‘দ্য ডিজাইন মিউজিয়ামে’ শাড়ি প্রদর্শনীতে গিয়ে প্রথমবারের মতো ফ্যাশনে পূর্ব ও পশ্চিমের সংযোগ ঘটানোর ইচ্ছা জাগে রোকেয়ার। বিভিন্ন পোশাকের ডিজাইনে তাই প্রায় সময়ই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয় শাড়ি।
রোকেয়ার সর্বশেষ অনুপ্রেরণা হলেন-মার্কিন গীতিকার ও গায়িকা বিয়োন্সে। রোকেয়া মনে করেন, বিয়োন্সে শুধু গান লিখে আর গেয়েই নারীর শক্তিকে ফুটিয়ে তোলেননি বরং তাঁর ফ্যাশনও এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বিয়োন্সে তাঁর মতো আরও অসংখ্য নারীর অনুপ্রেরণা হয়েছেন বলেও জানান রোকেয়া খানুম।
লন্ডনভিত্তিক ফ্যাশন সাইট খানুমস-এর প্রতিষ্ঠাতা রোকেয়া খানুম। লন্ডনেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। বিশ্বখ্যাত ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারে নিজের সফলতার পেছনে অনুপ্রেরণার কথা বলতে গিয়ে সবার আগে বাংলাদেশকেই টেনে আনলেন যুক্তরাজ্যে প্রথম প্রজন্মের দক্ষিণ এশীয় এই নারী।
মঙ্গলবার প্রকাশিত এক নিবন্ধে রোকেয়া জানান, তাঁর দক্ষিণ এশীয় চেতনার সঙ্গে যুক্তরাজ্যে আধুনিক পশ্চিমা ফ্যাশনের সংমিশ্রণ ঘটেছে। এর ছাপ দেখা যায় তাঁর ফ্যাশন বিষয়ক কারুকার্যে।
চারটি অনুপ্রেরণার কথা জানাতে গিয়ে রোকেয়া সবার আগে উল্লেখ করেছেন বাংলাদেশের পতাকার কথা। এই পতাকার সবুজ রং তাঁর ডিজাইন করা বহু পোশাকের অনুপ্রেরণা হয়েছে। বাংলাদেশি পতাকায় ব্যবহৃত দুটি রং এবং এগুলোর অন্তর্নিহিত অর্থকে তিনি ভালোবাসেন। সবুজ রঙের ভেতর দিয়ে তিনি বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের প্রতিচ্ছবি এবং জীবনের সম্ভাবনাকে দেখতে পান। তাঁর ডিজাইন করা বেশ কিছু গয়নাতেও সবুজ রঙের প্রাধান্য দেখা যায়।
ভারতে ভ্রমণকেও নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন রোকেয়া। বিশেষ করে তাজ মহল। মুঘল আমলের এই অনন্য স্থাপনা দেখার সময় শিল্পের প্রতি গভীর টান অনুভব করেছেন তিনি। তাজ মহলের নির্মাণ শৈলী, ক্যালিগ্রাফি, ফুলের সমারোহ এবং বিমূর্ত জ্যামিতিক মোটিফের সমন্বয় ইসলামি ঐতিহ্যকে অনুসরণ করে। খানুমের ডিজাইন করা জ্যাকেটগুলোতে যে সুষম এবং সুরেলা বিমূর্ত নকশাগুলো দেখা যায় তা মূলত তাজ মহলের অনুপ্রেরণা থেকেই।
একবার লন্ডনে অবস্থিত ‘দ্য ডিজাইন মিউজিয়ামে’ শাড়ি প্রদর্শনীতে গিয়ে প্রথমবারের মতো ফ্যাশনে পূর্ব ও পশ্চিমের সংযোগ ঘটানোর ইচ্ছা জাগে রোকেয়ার। বিভিন্ন পোশাকের ডিজাইনে তাই প্রায় সময়ই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয় শাড়ি।
রোকেয়ার সর্বশেষ অনুপ্রেরণা হলেন-মার্কিন গীতিকার ও গায়িকা বিয়োন্সে। রোকেয়া মনে করেন, বিয়োন্সে শুধু গান লিখে আর গেয়েই নারীর শক্তিকে ফুটিয়ে তোলেননি বরং তাঁর ফ্যাশনও এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বিয়োন্সে তাঁর মতো আরও অসংখ্য নারীর অনুপ্রেরণা হয়েছেন বলেও জানান রোকেয়া খানুম।
ব্রাজিলের ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বিচার চলছে। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তের দায়িত্বে থাকা বিচারক আলেক্সান্দ্রে দে মোরা এস বলেন, গত মাসে বলসোনারোর ওপর
২ ঘণ্টা আগেপ্রস্তাবনাটি ইরানের সংসদীয় কমিটিতে ইতিমধ্যে পাস হয়েছে। এর মাধ্যমে দেশটির জাতীয় মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতি মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
১১ ঘণ্টা আগেআফগানিস্তানের রাজধানী কাবুলের এক প্রান্তে অবস্থিত তালেবান অনুমোদিত নারীদের মাদ্রাসা নাজি-এ-বসরায় বসে কথা বলছিল মেয়েটি। মুখ ঢাকা, কণ্ঠ জড়ানো ভয় আর সংশয়ে। সহপাঠী আরেক মেয়ে তাকে নিচু স্বরে চুপ করায়। স্মরণ করিয়ে দেয়, তালেবান শাসনের সমালোচনা করা কতটা বিপজ্জনক!
১২ ঘণ্টা আগেআন্দিজ পর্বতের প্রায় ৩ হাজার মিটার উচ্চতায় বিস্তৃত ইকুয়েডরের মাকিজো দেল কাআস অঞ্চলটি একটি বিশেষ ধরনের পরিবেশ—যাকে বলা হয় প্যারামো। প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে এই অঞ্চলটি। মেঘ থেকে টেনে আনে আর্দ্রতা, আর জল জোগায় ছয়টি বড় নদীকে।
১৩ ঘণ্টা আগে