Ajker Patrika

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত চীনা কনস্যুলেট 

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত চীনা কনস্যুলেট 

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহরগুলোতে টানা তৃতীয় রাত বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত তিনজন নিহত ও একটি চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। 

গতকাল বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। যুক্তরাজ্যর সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার একটি ছবি প্রকাশ করেছেন। ওই ছবিতে ওডেসা শহরের কৃষ্ণ সাগরের তীরে চীনের কনস্যুলেট ভবনের একটি ভাঙা জানালা দেখা যায়। এছাড়া কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।

এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়ার মিত্র চীন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একদিন আগে বলেছিলেন, চীনে পাঠানোর জন্য নির্ধারিত ৬০ হাজার টন কৃষিপণ্য অন্য একটি বন্দর নগরীতে রুশ হামলায় ধ্বংস হয়েছে। তার এ বক্তব্যের একদিন পর এই হামলার ঘটনা ঘটল।

অন্যদিকে, মাইকোলাইভ শহরে রাশিয়ার হামলায় ১৯ জন গুরুতর আহত হয়েছেন ও অনেকগুলো আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভিতালি কিম। শহরটির মেয়র ওলেক্সান্ডার সেঙ্কেভিচ বলেছেন, হামলায় এক দম্পতি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, রাশিয়া বুধবার রাতে ১৯টি ক্ষেপণাস্ত্র ও ১৯টি ড্রোন ছোড়ে। এর মধ্যে ৫টি ক্ষেপণাস্ত্র ও ১৩টি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত