Ajker Patrika

ইউক্রেনে স্বাধীনতা দিবসকে ঘিরে বড় হামলার আশঙ্কা

ইউক্রেনে স্বাধীনতা দিবসকে ঘিরে বড় হামলার আশঙ্কা

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের কাছে একটি শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া। তবে হামলায় পরমাণু কেন্দ্রটির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া রোববার (২১ আগস্ট) বন্দর শহর ওদেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধজাহাজ থেকে ছোড়া হাইপারসনিক ক্যালিবার মিসাইলের সাহায্যে ওদেসার অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে। ওই অস্ত্রাগারে যুক্তরাষ্ট্রের দেওয়া হাইমার রকেট সিস্টেম ছিল বলে দাবি মস্কোর। এ ছাড়া খারসনে ইউক্রেনের দুইটি এম ৭৭৭ হাউইৎজারও ধ্বংস করার কথা জানানো হয়। 
 
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, অস্ত্রাগার ধ্বংসের কথা সম্পূর্ণ অস্বীকার করেছে ইউক্রেন। কিয়েভের পাল্টা দাবি, রাশিয়ার দুইটি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করেছে তারা। 

আগামী ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবসে বড় হামলার আশঙ্কাএদিকে রোববার রাতে এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া আরও একটি মানবাধিকার লঙ্ঘন করার প্রক্রিয়া শুরু করেছে। 

আগামী ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। ৩১ বছর আগে এই দিন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বেরিয়ে আসে ইউক্রেন। এ ছাড়া দিনটিতে চলমান ইউক্রেন যুদ্ধের ছয় মাস পূর্ণ হবে। কিয়েভের ধারণা, স্বাধীনতা দিবসে রাশিয়া বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে বিশেষ করে কিয়েভে বড় জমায়েত না করার পরামর্শ দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত