Ajker Patrika

মাইকোলাইভে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬ 

মাইকোলাইভে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬ 

খেরসন থেকে প্রায় ৯৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহর মাইকোলাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলায় পাঁচতলার ওই আবাসিক ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আহতদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

টেলিগ্রামে এক পোস্টে মাইকোলাইভের মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ বলেন, শুক্রবার ভোরে হামলার এ ঘটনাটি ঘটে। এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্র হামলাকে ‘নিষ্ঠুর’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘রাশিয়া তাদের কৌশল অব্যাহত রেখেছে। আমরাও আমাদের লড়াই চালিয়ে যাব। ইউক্রেন ও ইউক্রেনের মানুষের প্রতি দখলদারদের সকল অপরাধের জবাবদিহি করতে হবে।’

এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া।

উল্লেখ্য, রুশ সেনারা পিছু হটার পর সম্প্রতিই শহরটি দখলে নেয় ইউক্রেনের সেনারা।

এদিকে খেরসন থেকে সকল রুশ সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে খেরসনই একমাত্র আঞ্চলিক রাজধানী, যা রাশিয়ার দখলে ছিল। তাই খেরসন হারানো রাশিয়ার জন্য বড় ধাক্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত