Ajker Patrika

ইউক্রেন থেকে ৫ হাজার শিশু সরিয়ে নিয়েছে রাশিয়া

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৫: ৩২
ইউক্রেন থেকে ৫ হাজার শিশু সরিয়ে নিয়েছে রাশিয়া

ইউক্রেনের সহযোগিতা ছাড়াই এক দিনে প্রায় ৩০ হাজার ইউক্রেনীয়কে রাশিয়ায় সরিয়ে নিয়েছে মস্কো। এর মধ্যে ৫ হাজারের বেশি শিশুও রয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। 

স্থানীয় সময় শনিবার রাশিয়ার কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মাত্র ২৪ ঘণ্টায় ইউক্রেন কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই ইউক্রেন ও দনবাসের বিপজ্জনক অঞ্চল থেকে ৫ হাজার ১৪৮ শিশুসহ ২৮ হাজার ৪২৪ বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।’ 

তবে রাশিয়ার কোথায় তাদের রাখা হয়েছে, তা স্পষ্ট করেননি মিখাইল মিজিনসেভ।

ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে শিশুসহ ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে। 

‘বিশেষ সামরিক অভিযান’ নাম দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ পর্যন্ত রুশ বাহিনীর হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। ইউক্রেন বরাবরই অভিযোগ করে বলেছে, রাশিয়া যুদ্ধাপরাধ করছে। 

এদিকে রাশিয়ার এই অভিযানকে অবৈধ উল্লেখ করে মস্কোর ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত