Ajker Patrika

প্রথম প্রার্থী হিসেবে শতাধিক এমপির সমর্থন পেলেন ঋষি 

প্রথম প্রার্থী হিসেবে শতাধিক এমপির সমর্থন পেলেন ঋষি 

আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। প্রথম ব্যক্তি হিসেবে তিনি কনজারভেটিভ পার্টির ১০০ জনেরও বেশি এমপির সমর্থন পেয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ঋষি এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা না করলেও তাঁর আগেই পেনি মরডন্ট নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এই তালিকায় আসতে পারেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। তিনি ক্যারিবীয় অঞ্চলে তাঁর ছুটি শেষ করে আজই লন্ডনে ফিরেছেন। তাঁর পক্ষ হয়ে, দেশটির বাণিজ্য মন্ত্রী জেমস ডুড্রিজ বলেছেন, ‘তিনি (জনসন) এর জন্য প্রস্তুত।’ কেবল তাইই নয়, জনসন প্রশাসনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলও তাঁর সমর্থন দিয়েছেন বরিস জনসনকে।

আগামী সোমবার নাগাদ প্রার্থীদের তাদের মনোনয়ন চূড়ান্ত করার জন্য অন্তত ১০০ জন এমপির সমর্থন হাজির করতে হবে। সেখান থেকেই আগামী শুক্রবার ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।

এদিকে, এখনো পর্যন্ত কনজারভেটিভ পার্টির ৩৫৭ জন এমপির মধ্যে ১৬৯ জন প্রকাশ্যে তাদের সমর্থন ব্যক্ত করেছেন। এর মধ্যে ঋষি সুনাক পেয়েছেন ১০২ জনের সমর্থন, বরিস জনসন পেয়েছেন ৪৬ জনের সমর্থন এবং পেনি মরডন্ট পেয়েছেন ২১ জনের সমর্থন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত