Ajker Patrika

বেলারুশে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসব না: জেলেনস্কি 

বেলারুশে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসব না: জেলেনস্কি 

বেলারুশে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এ নিয়ে জেলেনস্কি বলেন, মিনস্ক সম্ভাব্য স্থান হতে পারত যদি রাশিয়া বেলারুশীয় ভূখণ্ড থেকে ইউক্রেন আক্রমণ না করত। 

তবে বেলারুশ ছাড়া অন্য কোনো স্থানে আলোচনা সম্ভব বলে জানিয়েছেন জেলেনস্কি। 

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অবশ্যই আমরা শান্তি চাই, আমরা মিলিত হতে চাই, যুদ্ধের অবসান চাই। ওয়ারশ, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকুতে আলোচনা হতে পারে। 

এদিকে রাশিয়ার একটি প্রতিনিধি দল ইউক্রেনীয়দের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য বেলারুশে পৌঁছেছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেশকভ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত