পূর্বাঞ্চলের পর রুশ বাহিনীর কাছ থেকে এবার দক্ষিণের কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (৩ অক্টোবর) ইউক্রেনের বাহিনী দেশটির দক্ষিণে রুশ প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে দিনিপ্রো নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম দখলে নিয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় অপারেশনাল কমান্ড দাবি করেছে, তাঁরা ৩১টি রুশ ট্যাংক ও কয়েকটি রকেট লঞ্চার ধ্বংস করেছে। এই তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
তবে সদ্য পুনর্দখল করা লাইমান শহরে ইউক্রেনীয় বাহিনীর বেশ কয়েকটি সামরিক পরিবহন নিয়ে আসা হয়েছে। কারণ দনবাস অঞ্চলে লড়াই চালিয়ে যাওয়ার জন্য লাইমান গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্র।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ‘বেশ কয়েকটি জনবসতিপূর্ণ এলাকা স্বাধীন হয়েছে। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্রন্টে যুদ্ধ চলছে।’
লুহানস্কের গভর্নর সের্হেই গাইদাই জানান, রুশ বাহিনী সোয়াতোভো শহরের একটি হাসপাতাল দখল করেছে। লিসিচানস্ক ও সেভেরোদনেৎস্ক শহর পুনর্দখলের পথে এই স্থাপনা বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তিনি।
এ ছাড়া খেরসন অঞ্চলে রাশিয়ার নিযুক্ত নেতা ভ্লাদিমির সালদো জানিয়েছেন, দিনিপ্রো নদীর পশ্চিম উপকূলের শহর দাদশেনি পুনর্দখল করেছে ইউক্রেন। খেরসনের আঞ্চলিক কাউন্সিলের সদস্য সের্হেই খলান আরও চারটি গ্রাম পুনর্দখলের কথা জানান।
দিনিপ্রোর পশ্চিম উপকূলে অবস্থানরত ২৫ হাজার রুশ সেনার সরঞ্জাম সরবরাহ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। ইতিমধ্যে এই অঞ্চলের মূল সেতুগুলো ধ্বংস করা হয়েছে। ফলে নদী পার হওয়ার বিকল্প ব্যবস্থা অবলম্বন করতে বাধ্য হয়েছে সেনারা।
কিয়েভের বাহিনী খুব শিগগির দিনিপ্রো নদীর তীরে অবস্থানরত রুশ বাহিনীকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের।
পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি, রিজার্ভ সেনা সমাবেশ, চার অঞ্চলে গণভোট ও নিজেদের অংশ হিসেবে দাবি করার মতো এত কিছু করেও খুব বড় বিজয়ের খবর দিতে পারছে না রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর যে অবস্থানে ছিল রাশিয়া, সে তুলনায় রণকৌশলে অনেকটা পিছিয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
পূর্বাঞ্চলের পর রুশ বাহিনীর কাছ থেকে এবার দক্ষিণের কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (৩ অক্টোবর) ইউক্রেনের বাহিনী দেশটির দক্ষিণে রুশ প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে দিনিপ্রো নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম দখলে নিয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় অপারেশনাল কমান্ড দাবি করেছে, তাঁরা ৩১টি রুশ ট্যাংক ও কয়েকটি রকেট লঞ্চার ধ্বংস করেছে। এই তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
তবে সদ্য পুনর্দখল করা লাইমান শহরে ইউক্রেনীয় বাহিনীর বেশ কয়েকটি সামরিক পরিবহন নিয়ে আসা হয়েছে। কারণ দনবাস অঞ্চলে লড়াই চালিয়ে যাওয়ার জন্য লাইমান গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্র।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ‘বেশ কয়েকটি জনবসতিপূর্ণ এলাকা স্বাধীন হয়েছে। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্রন্টে যুদ্ধ চলছে।’
লুহানস্কের গভর্নর সের্হেই গাইদাই জানান, রুশ বাহিনী সোয়াতোভো শহরের একটি হাসপাতাল দখল করেছে। লিসিচানস্ক ও সেভেরোদনেৎস্ক শহর পুনর্দখলের পথে এই স্থাপনা বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তিনি।
এ ছাড়া খেরসন অঞ্চলে রাশিয়ার নিযুক্ত নেতা ভ্লাদিমির সালদো জানিয়েছেন, দিনিপ্রো নদীর পশ্চিম উপকূলের শহর দাদশেনি পুনর্দখল করেছে ইউক্রেন। খেরসনের আঞ্চলিক কাউন্সিলের সদস্য সের্হেই খলান আরও চারটি গ্রাম পুনর্দখলের কথা জানান।
দিনিপ্রোর পশ্চিম উপকূলে অবস্থানরত ২৫ হাজার রুশ সেনার সরঞ্জাম সরবরাহ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। ইতিমধ্যে এই অঞ্চলের মূল সেতুগুলো ধ্বংস করা হয়েছে। ফলে নদী পার হওয়ার বিকল্প ব্যবস্থা অবলম্বন করতে বাধ্য হয়েছে সেনারা।
কিয়েভের বাহিনী খুব শিগগির দিনিপ্রো নদীর তীরে অবস্থানরত রুশ বাহিনীকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের।
পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি, রিজার্ভ সেনা সমাবেশ, চার অঞ্চলে গণভোট ও নিজেদের অংশ হিসেবে দাবি করার মতো এত কিছু করেও খুব বড় বিজয়ের খবর দিতে পারছে না রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর যে অবস্থানে ছিল রাশিয়া, সে তুলনায় রণকৌশলে অনেকটা পিছিয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
গাজায় ইসরায়েলি হামলায় গতকাল সোমবার অন্তত ৭৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হয় ৩৬ জনের। ভোররাতে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
২৯ মিনিট আগেইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপের মুখে রাশিয়া ১৯৮৭ সালের মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র (আইনএফ) চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। স্বল্প ও মধ্যম পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা থেকে সরে আসার জন্য মস্কো ‘পশ্চিমা দেশগুলোর...
৪০ মিনিট আগেভারত-বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভারতীয় পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। কমিটির চেয়ারপারসন ও কংগ্রেস এমপি শশী থারুর গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল সোমবার (৪ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি কমিটির সদস্যদের উত্থাপিত সব প্রশ্নের জবাব দিয়েছেন।
১ ঘণ্টা আগেব্রাজিলের ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বিচার চলছে। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তের দায়িত্বে থাকা বিচারক আলেক্সান্দ্রে দে মোরা এস বলেন, গত মাসে বলসোনারোর ওপর
৪ ঘণ্টা আগে