গাজায় ত্রাণ পাঠানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতি চেয়েছেন ইইউ নেতারা। মানবিক কারণে এই যুদ্ধবিরতি দরকার বলে জানিয়েছেন তাঁরা। ইইউর দাবি, গাজায় সাহায্য পাঠানোর জন্য একটি মানবিক করিডর তৈরি করতে হবে। আর এর জন্য সাময়িক যুদ্ধবিরতি দরকার। সে ক্ষেত্রেই কেবল নিরাপদে এবং প্রয়োজনীয় পরিমাণে ত্রাণসামগ্রী গাজায় পাঠানো সম্ভব হবে।
বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকে বসেছিলেন ইইউ নেতারা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন আজ শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, ত্রাণ সাহায্য নির্বিঘ্নে ও দ্রুত গাজায় পৌঁছাতে হবে। তিনি ঘোষণা করেছেন যে, ইইউ শুক্রবার রাফাহ ক্রসিংয়ের মিসরের পাশে আরও দুটি ফ্লাইটে ত্রাণসামগ্রী পাঠাবে এবং মানবিক সহায়তা তিন গুণ করার অংশ হিসেবে জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে ৪০ মিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষর করবে।
একটি যৌথ ঘোষণায় ইইউর ২৭ জন নেতা গাজার মানবিক পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মানবিক করিডর, যুদ্ধবিরতিসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানবেতর অবস্থায় থাকা গাজাবাসীর কাছে দ্রুত ও নিরাপদে অব্যাহত ত্রাণ সাহায্য পাঠানোর ব্যাপারে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫ ঘণ্টার বিতর্ক শেষে এসেছে উরসুলা ফন ডার লেয়েনের এই বিবৃতি। একজন কূটনীতিক জানিয়েছেন, খুব কমসংখ্যক দেশই ছিল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মানবিক যুদ্ধবিরতির আহ্বানের পক্ষে।
ইউরোপীয় কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলে তাদের সহযোগী ও বন্ধু দেশগুলোকে সঙ্গে নিয়ে বেসামরিক মানুষকে রক্ষা করা, তাদের সাহায্য করা এবং তারা যাতে খাবার, পানি, ওষুধ, বাসস্থান ও জ্বালানি পায়, তা নিশ্চিত করতে চায়। এই সাহায্য যেন সন্ত্রাসবাদী সংগঠনের হাতে না পড়ে, তারা সেটাও দেখবে।
ইইউর বৈঠকে গাজায় সাহায্য পাঠানোর এবং যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। স্পেন, আয়ারল্যান্ড, বেলজিয়ামের মতো দেশগুলো যুদ্ধবিরতির ওপর জোর দেয়। ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার আছে বলে মত দিয়েছে জার্মানি ও হাঙ্গেরি।
গতকাল মঙ্গলবার মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে নিজের দেওয়া বক্তব্যে মহাসচিব গুতেরেস বলেন, হামাস বিনা কারণে ইসরায়েলে হামলা চালায়নি।
হামাস নিয়ে এমন মন্তব্য করার পর দখলদার ইসরায়েলিদের তোপের মুখে পড়েন গুতেরেস। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি তিনি ‘সহানুভূতিশীল’ বলে অভিযোগ তোলে দেশটি। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি গিলাদ এরদান তাঁর পদত্যাগ দাবি করেন।
এমন তোপ ও সমালোচনার মুখে গত বুধবার এক সংবাদ সম্মেলনে মহাসচিব গুতেরেস জানিয়েছেন, তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
এ ছাড়া, যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরের প্রস্তাবে ভেটো দেওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের হতাহতের ধারাবাহিকতায় ইতি টানা সম্ভব হয়নি। নিরাপত্তা পরিষদে গতকাল বুধবার যুদ্ধবিরতির দুটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরের প্রস্তাবে ভেটো দেওয়ায় কোনোটিই পাস করা সম্ভব হয়নি।
গাজায় ত্রাণ পাঠানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতি চেয়েছেন ইইউ নেতারা। মানবিক কারণে এই যুদ্ধবিরতি দরকার বলে জানিয়েছেন তাঁরা। ইইউর দাবি, গাজায় সাহায্য পাঠানোর জন্য একটি মানবিক করিডর তৈরি করতে হবে। আর এর জন্য সাময়িক যুদ্ধবিরতি দরকার। সে ক্ষেত্রেই কেবল নিরাপদে এবং প্রয়োজনীয় পরিমাণে ত্রাণসামগ্রী গাজায় পাঠানো সম্ভব হবে।
বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকে বসেছিলেন ইইউ নেতারা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন আজ শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, ত্রাণ সাহায্য নির্বিঘ্নে ও দ্রুত গাজায় পৌঁছাতে হবে। তিনি ঘোষণা করেছেন যে, ইইউ শুক্রবার রাফাহ ক্রসিংয়ের মিসরের পাশে আরও দুটি ফ্লাইটে ত্রাণসামগ্রী পাঠাবে এবং মানবিক সহায়তা তিন গুণ করার অংশ হিসেবে জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে ৪০ মিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষর করবে।
একটি যৌথ ঘোষণায় ইইউর ২৭ জন নেতা গাজার মানবিক পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মানবিক করিডর, যুদ্ধবিরতিসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানবেতর অবস্থায় থাকা গাজাবাসীর কাছে দ্রুত ও নিরাপদে অব্যাহত ত্রাণ সাহায্য পাঠানোর ব্যাপারে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫ ঘণ্টার বিতর্ক শেষে এসেছে উরসুলা ফন ডার লেয়েনের এই বিবৃতি। একজন কূটনীতিক জানিয়েছেন, খুব কমসংখ্যক দেশই ছিল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মানবিক যুদ্ধবিরতির আহ্বানের পক্ষে।
ইউরোপীয় কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলে তাদের সহযোগী ও বন্ধু দেশগুলোকে সঙ্গে নিয়ে বেসামরিক মানুষকে রক্ষা করা, তাদের সাহায্য করা এবং তারা যাতে খাবার, পানি, ওষুধ, বাসস্থান ও জ্বালানি পায়, তা নিশ্চিত করতে চায়। এই সাহায্য যেন সন্ত্রাসবাদী সংগঠনের হাতে না পড়ে, তারা সেটাও দেখবে।
ইইউর বৈঠকে গাজায় সাহায্য পাঠানোর এবং যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। স্পেন, আয়ারল্যান্ড, বেলজিয়ামের মতো দেশগুলো যুদ্ধবিরতির ওপর জোর দেয়। ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার আছে বলে মত দিয়েছে জার্মানি ও হাঙ্গেরি।
গতকাল মঙ্গলবার মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে নিজের দেওয়া বক্তব্যে মহাসচিব গুতেরেস বলেন, হামাস বিনা কারণে ইসরায়েলে হামলা চালায়নি।
হামাস নিয়ে এমন মন্তব্য করার পর দখলদার ইসরায়েলিদের তোপের মুখে পড়েন গুতেরেস। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি তিনি ‘সহানুভূতিশীল’ বলে অভিযোগ তোলে দেশটি। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি গিলাদ এরদান তাঁর পদত্যাগ দাবি করেন।
এমন তোপ ও সমালোচনার মুখে গত বুধবার এক সংবাদ সম্মেলনে মহাসচিব গুতেরেস জানিয়েছেন, তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
এ ছাড়া, যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরের প্রস্তাবে ভেটো দেওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের হতাহতের ধারাবাহিকতায় ইতি টানা সম্ভব হয়নি। নিরাপত্তা পরিষদে গতকাল বুধবার যুদ্ধবিরতির দুটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরের প্রস্তাবে ভেটো দেওয়ায় কোনোটিই পাস করা সম্ভব হয়নি।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৫ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৬ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৭ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে