Ajker Patrika

সাইবার হামলার পেছনে রাশিয়াকে খুঁজে পাচ্ছে ইউক্রেন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৩: ০৪
সাইবার হামলার পেছনে রাশিয়াকে খুঁজে পাচ্ছে ইউক্রেন

বেশ বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেন। এতে দেশটির বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছিল। রাশিয়া এই হামলা চালাতে পারে বলে গতকাল শুক্রবার জানিয়েছে কিয়েভ। 

এক টুইট বার্তায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন, তদন্ত এখনো চলমান আছে।  তবে ইউক্রেনের নিরাপত্তাবাহিনী যেসব আলামত পেয়েছে, তা থেকে বোঝা যায় যে হামলার পেছনে রাশিয়ান গোয়েন্দা সংস্থাই দায়ী।

ইউক্রেন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার ৭০ সরকারি ওয়েবসাইট লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়। এর মধ্যে ১০টি ওয়েবসাইটে হ্যাকাররা প্রবেশ করতে সক্ষম হয়েছে। তবে কোনো তথ্য পরিবর্তন করতে সক্ষম হয়নি তারা। পাশাপাশি ব্যক্তিগত কোনো তথ্যও চুরি করতে পারেনি। হামলার কিছুক্ষণ পরই ওয়েবসাইটগুলো পুনরুদ্ধার করা হয়েছে। 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংকটের মধ্যেই এই হামলা হলো। 

গতকাল বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি ওয়েবসাইট সাইবার হামলার কারণে বন্ধ হয়ে যায়। 

হামলার পর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইউক্রেনীয়, রাশিয়ান ও পোলিশ ভাষায় একটি বার্তা প্রদর্শন করা হয়েছিল, যেখানে ইউক্রেনের দুটি অতি জাতীয়তাবাদী সংগঠনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘ইউক্রেনীয়দের ভয় পাওয়া উচিত। কারণ তোমাদের জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে। তোমাদের সব ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হয়েছে, যা পুনরুদ্ধার করা অসম্ভব। এ ছাড়া গোপন তথ্যগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত