Ajker Patrika

দনবাসে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ জেনারেল নিহত

আপডেট : ০৬ জুন ২০২২, ২০: ০৫
দনবাসে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ জেনারেল নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে। ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত হয়েছেন মস্কোর একজন শীর্ষ জেনারেল। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসি বলছে, হামলার নেতৃত্ব দিতে গিয়ে নিহত হয়েছেন মেজর জেনারেল রোমান কুতুজোভ। ইউক্রেনের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করলেও তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ সেনারা দনবাস দখল করতে সর্বাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত তিনজন সিনিয়র জেনারেল নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে মস্কো। কিয়েভ দাবি করেছে রাশিয়ার ১২ জন জেনারেল এ পর্যন্ত নিহত হয়েছেন। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, অন্তত সাতজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। 

কৌশলগত কারণে দনবাস খুব গুরুত্বপূর্ণ অঞ্চল। এটি কয়লা, ইস্পাতসহ ইউক্রেনের বেশির ভাগ শিল্পসম্পদের আবাসস্থল। 

উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত