Ajker Patrika

আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ইউনিস, সতর্কতা জারি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৫৩
আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ইউনিস, সতর্কতা জারি

ঘণ্টায় ১৯৬ কিলোমিটার বেগে ব্রিটেন ও আয়ারল্যান্ডে আঘাত হেনেছে শক্তিশালী আটলান্টিক ঝড় ইউনিস। আজ শুক্রবার ব্রিটেনের আবহাওয়া অফিস থেকে লন্ডন ও ইংল্যান্ডের দক্ষিণে লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, গাছপালা ও প্রধান প্রধান সড়ক। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। লন্ডনে বাতিল করা হয়েছে ৬৪টি ফ্লাইট। ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল বন্ধ রয়েছে। ফ্লাইট ও ফেরি বাতিল করা হয়েছে। আবহাওয়াবিদ ফ্রাঙ্ক সন্ডার্স বলেন, ‘আমরা তখনই লাল সতর্কতা জারি করি, যখন আমরা মনে করি প্রাণহানির ঝুঁকি থাকে।’ 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ঝড়ের ক্ষতি মোকাবিলায় সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। 

লন্ডনের মেয়র সাদিক খান লন্ডনবাসীকে বাসায় থাকার অনুরোধ জানিয়েছেন। 

লন্ডন ও ইংল্যান্ডের দক্ষিণে লাল সতর্কতা জারি করা হয়েছেকেন্দ্রীয় আটলান্টিক থেকে উৎপত্তি লাভ করা ইউনিস ইউরোপের দিকে ধেয়ে আসছে। বাতাসের তীব্র গতির কারণে জনজীবনে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। লাখ লাখ মানুষকে সরে যেতে বলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত