Ajker Patrika

রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের রেল স্টেশনে নিহত ২২

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১০: ৪৫
রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের রেল স্টেশনে নিহত ২২

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ছয় মাস পূর্তির দিনে ইউক্রেনের একটি রেল স্টেশনে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বুধবারের এই হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলিনে একটি গাড়ি পুড়ে পাঁচজন মারা গেছেন। মৃতদের মধ্যে ১১ বছর বয়সী এক কিশোরও রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলার সময় রাশিয়া এ হামলা চালিয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

তবে রাশিয়া এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে মস্কো প্রতিবারই বলেছে, কোনো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলা চালায় না।

জেলেনস্কি বলেছেন, তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের চ্যাপলিনে হামলার কথা জানতে পারেন। রাশিয়া এভাবেই নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘হামলার কারণে চারটি যাত্রীবাহী গাড়িতে আগুন লেগেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

গত এপ্রিলে ইউক্রেনের অন্য একটি রেল স্টেশনে হামলা চালিয়েছিল রুশ বাহিনী। সেই হামলায় ৫০ জন নিহত হয়েছিলেন।

বুধবার ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস। এ দিবসকে ঘিরে রাশিয়া ‘নৃশংস কিছু’ করতে পারে বলে আগেই মন্তব্য করেছিলেন জেলেনস্কি। হামলার আশঙ্কায় বড় ধরনের উদ্‌যাপন অনুষ্ঠান ও সমাবেশ নিষিদ্ধ করেছিল ইউক্রেন। তার পরও রুশ হামলা থেকে রেহাই পেল না ইউক্রেনের মানুষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত