ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ছয় মাস পূর্তির দিনে ইউক্রেনের একটি রেল স্টেশনে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বুধবারের এই হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলিনে একটি গাড়ি পুড়ে পাঁচজন মারা গেছেন। মৃতদের মধ্যে ১১ বছর বয়সী এক কিশোরও রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলার সময় রাশিয়া এ হামলা চালিয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
তবে রাশিয়া এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে মস্কো প্রতিবারই বলেছে, কোনো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলা চালায় না।
জেলেনস্কি বলেছেন, তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের চ্যাপলিনে হামলার কথা জানতে পারেন। রাশিয়া এভাবেই নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘হামলার কারণে চারটি যাত্রীবাহী গাড়িতে আগুন লেগেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
গত এপ্রিলে ইউক্রেনের অন্য একটি রেল স্টেশনে হামলা চালিয়েছিল রুশ বাহিনী। সেই হামলায় ৫০ জন নিহত হয়েছিলেন।
বুধবার ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস। এ দিবসকে ঘিরে রাশিয়া ‘নৃশংস কিছু’ করতে পারে বলে আগেই মন্তব্য করেছিলেন জেলেনস্কি। হামলার আশঙ্কায় বড় ধরনের উদ্যাপন অনুষ্ঠান ও সমাবেশ নিষিদ্ধ করেছিল ইউক্রেন। তার পরও রুশ হামলা থেকে রেহাই পেল না ইউক্রেনের মানুষ।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ছয় মাস পূর্তির দিনে ইউক্রেনের একটি রেল স্টেশনে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বুধবারের এই হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলিনে একটি গাড়ি পুড়ে পাঁচজন মারা গেছেন। মৃতদের মধ্যে ১১ বছর বয়সী এক কিশোরও রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলার সময় রাশিয়া এ হামলা চালিয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
তবে রাশিয়া এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে মস্কো প্রতিবারই বলেছে, কোনো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলা চালায় না।
জেলেনস্কি বলেছেন, তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের চ্যাপলিনে হামলার কথা জানতে পারেন। রাশিয়া এভাবেই নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘হামলার কারণে চারটি যাত্রীবাহী গাড়িতে আগুন লেগেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
গত এপ্রিলে ইউক্রেনের অন্য একটি রেল স্টেশনে হামলা চালিয়েছিল রুশ বাহিনী। সেই হামলায় ৫০ জন নিহত হয়েছিলেন।
বুধবার ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস। এ দিবসকে ঘিরে রাশিয়া ‘নৃশংস কিছু’ করতে পারে বলে আগেই মন্তব্য করেছিলেন জেলেনস্কি। হামলার আশঙ্কায় বড় ধরনের উদ্যাপন অনুষ্ঠান ও সমাবেশ নিষিদ্ধ করেছিল ইউক্রেন। তার পরও রুশ হামলা থেকে রেহাই পেল না ইউক্রেনের মানুষ।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই এক বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনে চলমান যুদ্ধ থামাতে আলোচনার অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।
৯ মিনিট আগেভারতে চলমান বর্ষায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ১ হাজার ৬২৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যসভায় এই তথ্য প্রকাশ করেছে। জুলাই মাস শেষ হতেই দেশের বিভিন্ন রাজ্যে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
২৮ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছেন ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ। তিনি জানিয়েছেন, ইউক্রেন সংকট সমাধান নিয়ে আলোচনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি গ্রহণযোগ্য প্রস্তাব পেয়েছে রাশিয়া।
৩০ মিনিট আগেগত কয়েক মাস ধরে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে এক নীরব কিন্তু গভীর রূপান্তর ঘটছে। এর মাধ্যমে দীর্ঘকাল ধরে বিদেশি শিক্ষার্থীদের প্রতি যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ব্যবস্থা যে উন্মুক্ত নীতির চর্চা করে এসেছে, তা প্রশ্নের মুখে পড়েছে।
১ ঘণ্টা আগে