Ajker Patrika

মেলিতোপোলের মেয়রের মুক্তি চাইলেন জেলেনস্কি 

মেলিতোপোলের মেয়রের মুক্তি চাইলেন জেলেনস্কি 

রাশিয়ার সেনাবাহিনীর হাতে আটক ইউক্রেনের শহর মেলিতোপোলের মেয়রের মুক্তি চেয়েছেন দেশির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি রুশ সশস্ত্রবাহিনীর হাতে আটক মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরভকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘গতকাল দখলদাররা মেলিতোপোলের মেয়রকে অপহরণ করেছে। ইউক্রেনের জনগণ তাঁর মুক্তি দাবি করছে। আমাদের দাবি খুবই সহজ, অবিলম্বে তাঁর মুক্তি চাই।’

ফেদোরভের আটকের পরপরই রাশিয়া সমর্থিত স্ব-ঘোষিত স্বাধীন অঞ্চল লুহানস্কের আঞ্চলিক কৌঁসুলি দাবি করেন, ‘মেলিতোপোলের মেয়র ফৌজদারি অপরাধ করেছেন এবং তাঁর অপরাধের তদন্ত চলছে।’ 

এ দিকে, জেলেনস্কি বলেছেন, তিনি মেয়র ফেদোরভের মুক্তি নিশ্চিত করতে ফ্রান্স, জার্মানি, ইসরায়েলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। 

এর আগে, শুক্রবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর মেলিতোপোলের মেয়রকে রুশ বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও স্থানীয় কর্মকর্তারা। জেলেনস্কি গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরভকে  অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফেদোরভ  একজন সাহসী মেয়র ছিলেন। তিনি অদম্য সাহসিকতার সঙ্গে নিজের শহরের মানুষদের রক্ষা করছিলেন। তাঁকে অপহরণ করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত