Ajker Patrika

এরদোয়ানের অভিষেক অনুষ্ঠানে থাকবেন ন্যাটোপ্রধান

আপডেট : ০২ জুন ২০২৩, ১৮: ২৯
এরদোয়ানের অভিষেক অনুষ্ঠানে থাকবেন ন্যাটোপ্রধান

তৃতীয় মেয়াদে নির্বাচিত তুর্কি প্রেসিডেন্ট রিসেচ তাইয়েপ এরদোয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন ন্যাটোর প্রধান। 

আজ শুক্রবার পশ্চিমা এই সামরিক জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি। 

ন্যাটো জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে বৈঠকও করবেন জোটপ্রধান জেনস স্টোলটেনবার্গ। 

সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে তুরস্কের আপত্তি শুরু থেকেই। তবে সাম্প্রতিক সময়ে এ নিয়ে এরদোয়ানের ওপর চাপ বাড়ছে। এরদোয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফোনকল করে অভিনন্দন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময়ই সুইডেনের বিষয়টি তোলেন বাইডেন। এরদোয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০ বিলিয়ন ডলারের এফ-১৬ যুদ্ধবিমান কেনার বিষয়টিও সে সময় উত্থাপন করেন। এই সামরিক ক্রয় চুক্তিটি কংগ্রেসে বেশ কিছুদিন ধরে ঝুলে আছে। 

এদিকে গতকাল বৃহস্পতিবার স্টোলটেনবার্গ বলেন, সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি তিনি শিগগিরই আঙ্কারা ভ্রমণ করবেন। 

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে গত ২৮ মে দ্বিতীয় দফার ভোটে বিজয়ী হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফলে টানা ২০ বছর রাষ্ট্রপ্রধান থাকার রেকর্ড করতে যাচ্ছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত