অনলাইন ডেস্ক
ব্রিটেনে নিজের নবজাতক সন্তানকে খুন করার দায়ে অভিযুক্ত হয়েছেন এক মালয়েশীয় তরুণী। তিনি দেশটির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নবজাতককে একটি খাবারের প্যাকেটে ভরে সেটিতে প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুড়িয়ে নেন। পরে সেই নবজাতকের লাশটি তিনি একটি স্যুটকেসে ভরে রাখেন।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, থিও জ শিন (২২) নামের সেই তরুণীর বিরুদ্ধে তাঁর সন্তানকে হত্যা করার অভিযোগ আনা হয়েছিল। পরে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। ব্রিটেনের দ্য ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) বিষয়টি নিশ্চিত করেছে।
সিপিএস জানিয়েছে, থিও জ শিন গত চার মাস স্বাভাবিকভাবেই সন্তান জন্ম দেন। তিনি পরে শিশুটিকে একটি খাবারের বাক্সে রাখেন এবং তারপর সেটিকে প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুড়িয়ে স্যুটকেসের ভেতরে রাখেন। অভিযোগকারীরা বলেছেন, শিশুটি জন্মের পর দীর্ঘ সময় জীবিত ছিল এবং থিও জানতেন যে, শিশুটিকে বাক্সের মধ্যে রাখার পর সে মারা যাবে। তারপরও সে এই কাজ করেছে।
ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডের হাসপাতালে থিও গর্ভাবস্থায় একাধিকবার পরীক্ষা করিয়েছিলেন। সন্তান জন্ম দেওয়ার থিও সেই হাসপাতালের দ্বারস্থ হন। পরে হাসপাতালের লোকজন তাঁর শরীরে গর্ভধারণের চিহ্ন না দেখে এবং সন্তানকে দেখতে না পেয়ে পুলিশের কাছে কল করে।
থিওর সন্তান জন্ম দেওয়ার দুদিন পর এই ঘটনা ঘটে। প্রথমে হাসপাতালের কর্মীদের জেরার মুখে থিও সন্তান জন্মদানের বিষয়টি অস্বীকার করলেও পুলিশি জিজ্ঞাসাবাদের সময় তিনি পরে স্বীকার করেন যে, তিনি সন্তান জন্ম দিয়েছেন। পরে এই ঘটনায় স্থানীয় আদালত তাঁকে দোষী ঘোষণা করে।
সিপিএস-এর কর্মকর্তা জেমস লেসলি ফ্রান্সিস বলেন, থিও ব্রিটেনে এসে জানতে পারেন যে, সন্তান জন্ম দেবেন। তাঁর সাহায্য চাওয়ার সুযোগ ছিল। কিন্তু তা না করে গর্ভাবস্থা গোপন রাখেন, যাতে কেউ তার শিশুকে দেখতে না পারে।
ব্রিটেনে নিজের নবজাতক সন্তানকে খুন করার দায়ে অভিযুক্ত হয়েছেন এক মালয়েশীয় তরুণী। তিনি দেশটির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নবজাতককে একটি খাবারের প্যাকেটে ভরে সেটিতে প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুড়িয়ে নেন। পরে সেই নবজাতকের লাশটি তিনি একটি স্যুটকেসে ভরে রাখেন।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, থিও জ শিন (২২) নামের সেই তরুণীর বিরুদ্ধে তাঁর সন্তানকে হত্যা করার অভিযোগ আনা হয়েছিল। পরে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। ব্রিটেনের দ্য ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) বিষয়টি নিশ্চিত করেছে।
সিপিএস জানিয়েছে, থিও জ শিন গত চার মাস স্বাভাবিকভাবেই সন্তান জন্ম দেন। তিনি পরে শিশুটিকে একটি খাবারের বাক্সে রাখেন এবং তারপর সেটিকে প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুড়িয়ে স্যুটকেসের ভেতরে রাখেন। অভিযোগকারীরা বলেছেন, শিশুটি জন্মের পর দীর্ঘ সময় জীবিত ছিল এবং থিও জানতেন যে, শিশুটিকে বাক্সের মধ্যে রাখার পর সে মারা যাবে। তারপরও সে এই কাজ করেছে।
ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডের হাসপাতালে থিও গর্ভাবস্থায় একাধিকবার পরীক্ষা করিয়েছিলেন। সন্তান জন্ম দেওয়ার থিও সেই হাসপাতালের দ্বারস্থ হন। পরে হাসপাতালের লোকজন তাঁর শরীরে গর্ভধারণের চিহ্ন না দেখে এবং সন্তানকে দেখতে না পেয়ে পুলিশের কাছে কল করে।
থিওর সন্তান জন্ম দেওয়ার দুদিন পর এই ঘটনা ঘটে। প্রথমে হাসপাতালের কর্মীদের জেরার মুখে থিও সন্তান জন্মদানের বিষয়টি অস্বীকার করলেও পুলিশি জিজ্ঞাসাবাদের সময় তিনি পরে স্বীকার করেন যে, তিনি সন্তান জন্ম দিয়েছেন। পরে এই ঘটনায় স্থানীয় আদালত তাঁকে দোষী ঘোষণা করে।
সিপিএস-এর কর্মকর্তা জেমস লেসলি ফ্রান্সিস বলেন, থিও ব্রিটেনে এসে জানতে পারেন যে, সন্তান জন্ম দেবেন। তাঁর সাহায্য চাওয়ার সুযোগ ছিল। কিন্তু তা না করে গর্ভাবস্থা গোপন রাখেন, যাতে কেউ তার শিশুকে দেখতে না পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তপ্ত ছিল। তবে গতকাল ওভাল অফিসের বৈঠকে বাগ্বিতণ্ডার পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। কিছুদিন আগে ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনহীন একনায়ক’ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন, ইউক্রেনই যুদ্ধ শুরু
১০ ঘণ্টা আগেভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছেন। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনক
১২ ঘণ্টা আগেটোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির ১২৭ সদস্যের মধ্যে ৪১ জন নারী। শহরটির পরিবর্তন ও অগ্রগতিতে এই নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব নারীর মধ্যে একজন নারী নোবুকো ইরি।
১২ ঘণ্টা আগেতুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কারকেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষ অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো।
১৪ ঘণ্টা আগে