Ajker Patrika

ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে সাবেক পররাষ্ট্রমন্ত্রী 

অনলাইন ডেস্ক
ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে সাবেক পররাষ্ট্রমন্ত্রী 

ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। সদ্য বিদায়ী অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। কোয়ার্টেংয়ের বিদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই দায়িত্ব পেলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস জেরেমি হান্টকে দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

৫৫ বছর বয়সী সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার ছিলেন। এর আগে দলীয় নেতা নির্বাচনের সময় ২০১৯ সালে তিনি বরিস জনসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। সেসময় দ্বিতীয় স্থানেই ছিলেন এই নেতা। বিশ্লেষকদের ধারণা, জেরেমি হান্ট বরিস জনসনের চেয়ে আরও সচেতন এবং কম বিতর্কিতভাবে শাসনক্ষমতা চালিয়ে নিতে সক্ষম।

বিগত দুই বছরে বিশেষ করে করোনা মহামারির সময়ে জেরেমি হান্ট দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশটির করোনা মহামারি পরিস্থিতি ভালোভাবেই সামলেছেন। এমনকি, এ বছরের শুরুতে তিনি বলেছিলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা তাঁর এখনো ফুরিয়ে যায়নি। তাঁর আকাঙ্ক্ষার দিকে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।

উল্লেখ্য, আজই বরখাস্ত করা হয় যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কোয়াসি কোয়ার্টেং গতকাল বৃহস্পতিবারই বলেছিলেন যে, তিনি সরকারের বিতর্কিত অর্থনৈতিক পরিকল্পনার কারণে বাজারে অস্থিরতা দেখা দেওয়া সত্ত্বেও ‘কোথাও যাচ্ছেন না’। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কোয়ার্টেং নিজেও তাঁর টুইটার অ্যাকাউন্টে তাঁর দায়িত্ব চ্যুতির বিষয়টি পরিষ্কার করে একটি টুইট শেয়ার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত