Ajker Patrika

ইউক্রেন-রাশিয়া আলোচনা ‘বাস্তবসম্মত’ হচ্ছে, আশাবাদী জেলেনস্কি

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৫: ৪৮
ইউক্রেন-রাশিয়া আলোচনা ‘বাস্তবসম্মত’ হচ্ছে, আশাবাদী জেলেনস্কি

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা আরও ‘বাস্তবসম্মত’ দেখাচ্ছে। তবে আলোচনার ফলাফল কিয়েভের পক্ষে আনতে আরও সময়ের প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জেলেনস্কি বুধবার রাতে এক ভিডিও ভাষণে বলেন, ‘আলোচনা চলাকালেই আমাকে অবহিত করা হয় যে, আলোচনায় উভয় পক্ষের অবস্থান এরই মধ্যে আরও বাস্তবসম্মত বলে মনে হচ্ছে। তবে কাঙ্ক্ষিত ফলাফল লাভের জন্য এখনো সময়ের প্রয়োজন।’ 

জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময়ে এল যখন, যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন তিন সপ্তাহের কাছাকাছি সময়ে পৌঁছেছে এবং রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভ, দক্ষিণাঞ্চলের বন্দরনগরী মারিউপোলসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহর অবরোধ করে তার আশপাশে হামলা জোরদার করেছে। 

এদিকে, গত সোমবার থেকেই রাশিয়া ওই ইউক্রেন উভয় দেশের আলোচকেরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠক করেন। এ সময় ইউক্রেনীয় প্রতিনিধিদল যুদ্ধবিরতি, সেনা প্রত্যাহার ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের জন্য চাপ দিচ্ছে রাশিয়াকে। তবে চতুর্থ দফার আলোচনা প্রায় দুবার কৌশলগত বিরতি নিয়েছে। এখন পর্যন্ত চার দফার বৈঠকে কোনো ফলাফল আসেনি। 

অন্যদিকে, রাশিয়ার দাবিকৃত ‘বিশেষ অভিযানের’’ প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটির সৈন্যরা এখনো ইউক্রেনের ১০টি বড় শহরের একটিও দখল করতে পারেনি। তবে উভয় দেশের কর্মকর্তাদের আশা, যুদ্ধ প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এমনকি আগামী মে মাসের মধ্যেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত