Ajker Patrika

পুতিন-জেলেনস্কি আলোচনার কোনো সম্ভাবনা নেই: ক্রেমলিন 

পুতিন-জেলেনস্কি আলোচনার কোনো সম্ভাবনা নেই: ক্রেমলিন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনার বিষয়টি নাকচ করেছে ক্রেমলিন। মস্কো জানিয়েছে, এই মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ভ্লাদিমির পুতিনের আলোচনার খবরের কোনো ভিত্তি নেই। ক্রেমলিন স্থানীয় সময় আজ সোমবার এই তথ্য জানিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন। সাংবাদিকেরা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কির আলোচনার প্রস্তাব করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে পেশকভ এই কথা বলেন। 

সাংবাদিকদের পেশকভ বলেন, ‘ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কির আলোচনা তখনই সম্ভব যখন উভয় পক্ষই তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন।’ তবে, মস্কো এবং কিয়েভের মধ্যকার আলোচনা কয়েক মাস ধরেই স্থগিত হয়ে রয়েছে। এর আগে, বেশ কয়েক দফা আলোচনায় বসলেও কোনো ফলাফল বের করে আনা সম্ভব হয়নি এই আলোচনা থেকে। 

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ স্থগিত বা পরিস্থিতি উন্নয়নে কোনো আলোচনা চলছে কি না বা ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয়ে পেশকভ বলেন, ‘ইউক্রেনের প্রতিনিধিদল একেবারেই রাডারের বাইরে চলে গিয়েছেন। এখন কোনো আলোচনার প্রক্রিয়া চলমান নেই। ” 

পেশকভ আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠক কেবল তখনই সম্ভব যখন উভয় পক্ষের প্রতিনিধিদের দ্বারা প্রয়োজনীয় হোমওয়ার্ক সম্পন্ন করার পরই এটি সম্ভব। এবং এই বিষয়টি অনুপস্থিত হওয়ায় বৈঠকের জন্য কোনো প্রয়োজনীয় পূর্বশর্ত হাজির নেই।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত