ডয়চে ভেলে
ভূমধ্যসাগরে পাঁচ অভিযানে ১৯৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত এই উদ্ধার অভিযানগুলো পরিচালনা করা হয়।
শুক্রবার সন্ধ্যায় মাল্টার সমুদ্রের অনুসন্ধান ও উদ্ধার এলাকা থেকে সংকটাপন্ন ৩৬ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয় ৷ দুর্দশাগ্রস্ত নৌকাটি সম্পর্কে হিউম্যানিটি-১ এর ক্যাপ্টেনের কাছে রেডিও বার্তা পাঠায় ভূমধ্যসাগরে টহল দেওয়া বেসামরিক বিমান সি-বার্ড।
বার্তা পেয়েই ঘটনাস্থলের দিকে ছুটে আসে উদ্ধারকারী জাহাজটি ৷ হিউম্যানিটি-১ দাবি করেছে, ঘটনাস্থল মাল্টিজ অনুসন্ধান ও উদ্ধার এলাকা হলেও, অভিযানে মাল্টা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি তারা।
সমুদ্রে চলাচলের অনুপযোগী ছোট্ট ধাতব নৌকায় আসা অভিবাসনপ্রত্যাশীদের কারও কাছে কোনো লাইফ জ্যাকেট ছিল না। তিউনিসিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন তাঁরা ৷ কয়েক দিন ধরে সমুদ্রের তীব্র বাতাস ও ঢেউয়ের মধ্যে ছিলেন তাঁরা ৷ এর মধ্যেই নৌকায় থাকা পানি ও খাবার ফুরিয়ে যায়।
সন্ধ্যা থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান চলতে থাকে মধ্যরাত পর্যন্ত ৷ নৌকায় থাকা সবাইকে উদ্ধার করে হিউম্যানিটি-১ জাহাজে নিয়ে আসা হয়েছে ৷ ২৬ জনের মধ্যে দুজন নারী ও বেশ কয়েকটি অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক ছিল।
হিউম্যানিটি-১ জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের সবাই পানিশূন্যতায় ভুগছেন ৷ ফলে তাঁরা ভীষণ দুর্বল এবং ক্লান্ত ৷ উদ্ধারকারী জাহাজে তাঁদের পরিচর্যা করা হচ্ছে৷
পরদিন ভোরে আরেকটি কাঠের নৌকায় ৫০ অভিবাসীকে বিপৎসংকুল অবস্থায় দেখতে পায় হিউম্যানিটি-১৷ কিন্তু ইতালি কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী তাঁদের উদ্ধারে অংশ নিতে পারেনি ৷ তবে উপকূলরক্ষীরা এসে ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের আগ পর্যন্ত নৌকাটির কাছাকাছি অবস্থান করছিল হিউম্যানিটি-১৷
এদিকে, উদ্ধার অভিযানের পর হিউম্যানিটি-১ কে অরটোনা বন্দরে নোঙর করার অনুমতি দিয়েছে ইতালি ৷ ১ হাজার ২০০ কিলোমিটারের এই বন্দরে পৌঁছাতে অন্তত তিন দিন সময় লাগবে।
গত শনিবার রাতে উদ্ধারকারী সংস্থা এসওএস হিউম্যানিটি ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসার কাছে আন্তর্জাতিক জলসীমায় আরও চারটি উদ্ধার অভিযান পরিচালনা করেছে ৷ অভিযান শেষে ১৬০ জনের বেশি অভিবাসীকে নিরাপদে জাহাজে স্থানান্তর করা হয়েছে।
গত শনিবার রাত ৯টার ঠিক আগে আগে একটি ছোট্ট ধাতব নৌকায় গাদাগাদি করে ওঠা ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে জাহাজটি ৷ ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে তাঁদের উদ্ধার করা হয় ৷ ২৭ জনের মধ্যে ২ জনের শারীরিক অবস্থার অবনতি হলে, ইতালির উপকূলরক্ষীরা তাঁদের চিকিৎসার জন্য লাম্পেদুসায় নিয়ে যায়।
ওই অভিযান শেষ হতে না হতেই, প্রবল বাতাস আর ঢেউয়ের তোড়ে নাজুক একটি নৌকায় থাকা ৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারে কাজ শুরু করে হিউম্যানিটি-১৷ দুটি উদ্ধার অভিযানই সমন্বয় করে রোমের সমুদ্র উদ্ধার সমন্বয় কেন্দ্র।
মধ্যরাতের পর আরও দুটি দুর্দশাগ্রস্ত নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার শুরু করেন হিউম্যানিটি-১-এর উদ্ধারকর্মীরা ৷ একটি নৌকা থেকে ৪৬ জন এবং অপর নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়েছে ৷ রাত ৩টা ১৫ মিনিটের দিকে এসে উদ্ধার অভিযান শেষ হয় ৷ ইতালীয় কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধার অভিযান দুটি পরিচালিত হয়।
সব মিলিয়ে হিউম্যানিটি-১ জাহাজে মোট ১৯৭ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন গর্ভবতী নারীসহ ২৫ নারী ও পাঁচ কিশোরী রয়েছেন ৷ অপ্রাপ্তবয়স্কের সংখ্যা ৪০-এরও বেশি ৷ তার মধ্যে দুজন শিশু ৷ বেশির ভাগ অপ্রাপ্তবয়স্কের সঙ্গে কোনো অভিভাবক নেই।
গতকাল রোববার ভোরে অরটোনা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছে হিউম্যানিটি-১। তিন দিনেরও বেশি সময় পর জাহাজটি বন্দরে পৌঁছাবে ৷ ফলে, জাহাজে থাকা অভিবাসনপ্রত্যাশীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার শঙ্কা করছেন উদ্ধারকারী জাহাজ কর্তৃপক্ষ। জাহাজের ক্যাপ্টেন কাছের কোনো বন্দরে নামার অনুমতি চাইলে, তাতে সাড়া দেয়নি ইতালি কর্তৃপক্ষ।
ভূমধ্যসাগরে পাঁচ অভিযানে ১৯৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত এই উদ্ধার অভিযানগুলো পরিচালনা করা হয়।
শুক্রবার সন্ধ্যায় মাল্টার সমুদ্রের অনুসন্ধান ও উদ্ধার এলাকা থেকে সংকটাপন্ন ৩৬ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয় ৷ দুর্দশাগ্রস্ত নৌকাটি সম্পর্কে হিউম্যানিটি-১ এর ক্যাপ্টেনের কাছে রেডিও বার্তা পাঠায় ভূমধ্যসাগরে টহল দেওয়া বেসামরিক বিমান সি-বার্ড।
বার্তা পেয়েই ঘটনাস্থলের দিকে ছুটে আসে উদ্ধারকারী জাহাজটি ৷ হিউম্যানিটি-১ দাবি করেছে, ঘটনাস্থল মাল্টিজ অনুসন্ধান ও উদ্ধার এলাকা হলেও, অভিযানে মাল্টা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি তারা।
সমুদ্রে চলাচলের অনুপযোগী ছোট্ট ধাতব নৌকায় আসা অভিবাসনপ্রত্যাশীদের কারও কাছে কোনো লাইফ জ্যাকেট ছিল না। তিউনিসিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন তাঁরা ৷ কয়েক দিন ধরে সমুদ্রের তীব্র বাতাস ও ঢেউয়ের মধ্যে ছিলেন তাঁরা ৷ এর মধ্যেই নৌকায় থাকা পানি ও খাবার ফুরিয়ে যায়।
সন্ধ্যা থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান চলতে থাকে মধ্যরাত পর্যন্ত ৷ নৌকায় থাকা সবাইকে উদ্ধার করে হিউম্যানিটি-১ জাহাজে নিয়ে আসা হয়েছে ৷ ২৬ জনের মধ্যে দুজন নারী ও বেশ কয়েকটি অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক ছিল।
হিউম্যানিটি-১ জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের সবাই পানিশূন্যতায় ভুগছেন ৷ ফলে তাঁরা ভীষণ দুর্বল এবং ক্লান্ত ৷ উদ্ধারকারী জাহাজে তাঁদের পরিচর্যা করা হচ্ছে৷
পরদিন ভোরে আরেকটি কাঠের নৌকায় ৫০ অভিবাসীকে বিপৎসংকুল অবস্থায় দেখতে পায় হিউম্যানিটি-১৷ কিন্তু ইতালি কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী তাঁদের উদ্ধারে অংশ নিতে পারেনি ৷ তবে উপকূলরক্ষীরা এসে ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের আগ পর্যন্ত নৌকাটির কাছাকাছি অবস্থান করছিল হিউম্যানিটি-১৷
এদিকে, উদ্ধার অভিযানের পর হিউম্যানিটি-১ কে অরটোনা বন্দরে নোঙর করার অনুমতি দিয়েছে ইতালি ৷ ১ হাজার ২০০ কিলোমিটারের এই বন্দরে পৌঁছাতে অন্তত তিন দিন সময় লাগবে।
গত শনিবার রাতে উদ্ধারকারী সংস্থা এসওএস হিউম্যানিটি ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসার কাছে আন্তর্জাতিক জলসীমায় আরও চারটি উদ্ধার অভিযান পরিচালনা করেছে ৷ অভিযান শেষে ১৬০ জনের বেশি অভিবাসীকে নিরাপদে জাহাজে স্থানান্তর করা হয়েছে।
গত শনিবার রাত ৯টার ঠিক আগে আগে একটি ছোট্ট ধাতব নৌকায় গাদাগাদি করে ওঠা ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে জাহাজটি ৷ ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে তাঁদের উদ্ধার করা হয় ৷ ২৭ জনের মধ্যে ২ জনের শারীরিক অবস্থার অবনতি হলে, ইতালির উপকূলরক্ষীরা তাঁদের চিকিৎসার জন্য লাম্পেদুসায় নিয়ে যায়।
ওই অভিযান শেষ হতে না হতেই, প্রবল বাতাস আর ঢেউয়ের তোড়ে নাজুক একটি নৌকায় থাকা ৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারে কাজ শুরু করে হিউম্যানিটি-১৷ দুটি উদ্ধার অভিযানই সমন্বয় করে রোমের সমুদ্র উদ্ধার সমন্বয় কেন্দ্র।
মধ্যরাতের পর আরও দুটি দুর্দশাগ্রস্ত নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার শুরু করেন হিউম্যানিটি-১-এর উদ্ধারকর্মীরা ৷ একটি নৌকা থেকে ৪৬ জন এবং অপর নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়েছে ৷ রাত ৩টা ১৫ মিনিটের দিকে এসে উদ্ধার অভিযান শেষ হয় ৷ ইতালীয় কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধার অভিযান দুটি পরিচালিত হয়।
সব মিলিয়ে হিউম্যানিটি-১ জাহাজে মোট ১৯৭ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন গর্ভবতী নারীসহ ২৫ নারী ও পাঁচ কিশোরী রয়েছেন ৷ অপ্রাপ্তবয়স্কের সংখ্যা ৪০-এরও বেশি ৷ তার মধ্যে দুজন শিশু ৷ বেশির ভাগ অপ্রাপ্তবয়স্কের সঙ্গে কোনো অভিভাবক নেই।
গতকাল রোববার ভোরে অরটোনা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছে হিউম্যানিটি-১। তিন দিনেরও বেশি সময় পর জাহাজটি বন্দরে পৌঁছাবে ৷ ফলে, জাহাজে থাকা অভিবাসনপ্রত্যাশীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার শঙ্কা করছেন উদ্ধারকারী জাহাজ কর্তৃপক্ষ। জাহাজের ক্যাপ্টেন কাছের কোনো বন্দরে নামার অনুমতি চাইলে, তাতে সাড়া দেয়নি ইতালি কর্তৃপক্ষ।
মূলত তিনি ইতালির নাগরিক। তবে তাঁর জন্মের আগেই ফ্যাসিবাদের নিপীড়ন থেকে বাঁচতে আর্জেন্টিনায় পালিয়ে আসেন তাঁর বাবা-মা। পরে সেখানে থাকতেই জন্ম হয় মারিওর। পাঁচ ভাই-বোনের মধ্যে মারিওই ছিলেন সবার বড়। তরুণ বয়সে নিজের ও পরিবারের দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় তিনি ঝাড়ুদার-নাইটক্লাবে নিরাপত্তাকর্মীর...
২৫ মিনিট আগেক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে আজ সোমবার মারা যান তিনি। ভ্যাটিকানের বিবৃতির বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেভেনেজুয়েলার কারাগারে আটক রাজনৈতিক বন্দীদের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২৫২ ভেনেজুয়েলান বন্দীকে প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছে এল সালভাদর। গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
৩ ঘণ্টা আগেগাজায় ১৫ জন জরুরি ত্রাণকর্মী এবং চিকিৎসকের মৃত্যুর জন্য কিছু সদস্যের পেশাগত ব্যর্থতাকে দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এতগুলো মানুষের জীবন শেষ করার পেছনে তাদের সাফাই—কমান্ড সংক্রান্ত ভুল বোঝাবুঝি এবং কিছু সেনার আদেশ লঙ্ঘনের কারণে এমন ঘটেছে। তবে, হামলায় নিহতদের মধ্যে ৬ জন হামাস সদস্য বলেও
৩ ঘণ্টা আগে