ইউক্রেনে নতুন বছর শুরু হয়েছে রুশ বাহিনীর হামলার মাধ্যমে। নববর্ষ উদ্যাপন শুরুর আধা ঘণ্টা পরেই বেশ কয়েকবার কিয়েভে হামলা করেছে রাশিয়ার সেনাবাহিনী। এ ছাড়া নতুন বছর উদ্যাপনের আগের দিনেও ইউক্রেনের রাজধানী ও অন্যান্য শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেছেন, নতুন বছরের প্রথম হামলাটি হয়েছে কিয়েভে রাত সাড়ে ১২টার দিকে। এ ছাড়া মাইকোলিভ ও খমেলনিতস্কি জেলায়ও হামলা করেছে রুশ বাহিনী। তবে প্রাথমিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে গতকাল শনিবারের হামলায় একজন মারা গেছেন এবং ২২ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন ভিটালি ক্লিটসকো।
এএফপির একজন সাংবাদিক বলেছেন, ‘গতকাল রাতে একটি বিস্ফোরণ হয়েছে কিয়েভের চার তারকা হোটেল আলফাভিতোয়। ফলে এর কোনার একটি অংশ ভেঙে রাস্তায় পড়েছে।’
২৩ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা ইয়ারোস্লাভ মুতেনকো জানিয়েছেন, তিনি ওই হোটেলের কাছাকাছি একটি ভবনে বাস করেন। নতুন বছরের পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, সেই সময়ে বিস্ফোরণের শব্দ শুনেছেন।
একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলিভের হামলায় সাতজন আহত হয়েছেন। মাইকোলিভের মেয়র ওলেক্সান্ডার সিয়েনকিভিচ এর আগে বলেছিলেন, হামলার কারণে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের পশ্চিমে খমেলনিতস্কি অঞ্চলেও রুশ বাহিনী হামলা করেছে বলে জানিয়েছেন গভর্নর সের্গি গামালি। তিনি বলেছেন, ‘হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। এ ছাড়া হামলার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো শহর।’
এর আগে শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ‘আমরা বিজয়ী না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। একটি দল হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাচ্ছি।’
এদিকে নতুন বছরের শুরুতে মধ্যরাতে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাশিয়ার নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ ঐতিহাসিকভাবে সঠিক সিদ্ধান্ত। নৈতিকতা ও ন্যায্যতা আমাদের পক্ষে রয়েছে।’
ইউক্রেনে নতুন বছর শুরু হয়েছে রুশ বাহিনীর হামলার মাধ্যমে। নববর্ষ উদ্যাপন শুরুর আধা ঘণ্টা পরেই বেশ কয়েকবার কিয়েভে হামলা করেছে রাশিয়ার সেনাবাহিনী। এ ছাড়া নতুন বছর উদ্যাপনের আগের দিনেও ইউক্রেনের রাজধানী ও অন্যান্য শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেছেন, নতুন বছরের প্রথম হামলাটি হয়েছে কিয়েভে রাত সাড়ে ১২টার দিকে। এ ছাড়া মাইকোলিভ ও খমেলনিতস্কি জেলায়ও হামলা করেছে রুশ বাহিনী। তবে প্রাথমিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে গতকাল শনিবারের হামলায় একজন মারা গেছেন এবং ২২ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন ভিটালি ক্লিটসকো।
এএফপির একজন সাংবাদিক বলেছেন, ‘গতকাল রাতে একটি বিস্ফোরণ হয়েছে কিয়েভের চার তারকা হোটেল আলফাভিতোয়। ফলে এর কোনার একটি অংশ ভেঙে রাস্তায় পড়েছে।’
২৩ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা ইয়ারোস্লাভ মুতেনকো জানিয়েছেন, তিনি ওই হোটেলের কাছাকাছি একটি ভবনে বাস করেন। নতুন বছরের পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, সেই সময়ে বিস্ফোরণের শব্দ শুনেছেন।
একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলিভের হামলায় সাতজন আহত হয়েছেন। মাইকোলিভের মেয়র ওলেক্সান্ডার সিয়েনকিভিচ এর আগে বলেছিলেন, হামলার কারণে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের পশ্চিমে খমেলনিতস্কি অঞ্চলেও রুশ বাহিনী হামলা করেছে বলে জানিয়েছেন গভর্নর সের্গি গামালি। তিনি বলেছেন, ‘হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। এ ছাড়া হামলার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো শহর।’
এর আগে শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ‘আমরা বিজয়ী না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। একটি দল হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাচ্ছি।’
এদিকে নতুন বছরের শুরুতে মধ্যরাতে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাশিয়ার নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ ঐতিহাসিকভাবে সঠিক সিদ্ধান্ত। নৈতিকতা ও ন্যায্যতা আমাদের পক্ষে রয়েছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে তার আগে, ইউক্রেনকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এমনটাই জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বলেছে, কিছু নির্দিষ্ট চুক্তির আকারে ফলাফল অর্জিত হলেই কেবল পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের
৩ মিনিট আগেদায়িত্ব পালনরত অবস্থায় মোবাইলে গেম খেলার অভিযোগে জাপানের হিয়োগো প্রিফেকচারের এক পুলিশ কর্মকর্তার বেতন কাটা হয়েছে। এ ছাড়া তাঁর অধস্তন সাত কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। প্রিফেককচার পুলিশ সদর দপ্তর ১৬ মে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২০ মিনিট আগেবাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক বেশ শীতল হয় পড়ে। এর ফলে, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের ভবিষ্যৎও হুমকির মুখে পড়ে। এই অবস্থায়, ভারত কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য নতুন...
৫ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের মধ্যে অনেকেই হয়তো একে অপরকে ছেলেমানুষি নামে ডাকেন, মাঝেমধ্যে হয়তো তারা বিনোদনের জন্য কাজ থেকে সাময়িক বিরতিও নিয়ে অদ্ভুতুড়ে কাজও করেন। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে তৈরি নিজের শিশুসুলভ চেহারার মুখোমুখি হওয়াটা কম অবাক করা নয়। তবে সম্প্রতি এমনটাই ঘটেছে।
৬ ঘণ্টা আগে