রুশ বাহিনীর দখলে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ইউক্রেনের পাওয়ার গ্রিডের শেষ সংযোগটিও বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে জাপোরিঝিয়া কেন্দ্রের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হলো।
ইউরোপের সর্ববৃহৎ এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের তুমুল লড়াই চলছে, যা সেখানকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে ইউক্রেনের পরমাণু সংস্থা এনার্জোঅ্যাটম জানায়, আগ্রাসীদের (রাশিয়া) কর্মকাণ্ডের কারণে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (জেএনপিপি) এই প্রথম জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। হামলায় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গের কারণে কেন্দ্রটির কাছাকাছি একটি থার্মাল প্ল্যান্টের পাশে বিদ্যুতের তারে আগুন লাগায় দুটি সক্রিয় পাওয়ার ইউনিটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাশিয়ার গোলাবর্ষণের কারণে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির তিনটি বিকল্প লাইন আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়। এর আগে রাশিয়া জাপোরিঝিয়ার বিদ্যুৎ নিজেদের গ্রিডের সঙ্গে যুক্ত করার জন্য কেন্দ্রটির সংযোগ ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন করতে চাইছে বলে সতর্ক করেছিল এনার্জোঅ্যাটম।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা এখনো স্বাভাবিক পর্যায়ে আছে। ইউক্রেনের মোট বিদ্যুতের একটা বড় অংশের জোগান আসত কেন্দ্রটি থেকে। ফলে জাতীয় গ্রিড থেকে এটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেশটির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত মার্চের শুরু থেকে রাশিয়ার দখলে রয়েছে। তবে ইউক্রেনের প্রযুক্তিবিদেরা রাশিয়ার নির্দেশে বিদ্যুৎকেন্দ্রটি এখনো পরিচালনা করছে।
রুশ বাহিনীর দখলে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ইউক্রেনের পাওয়ার গ্রিডের শেষ সংযোগটিও বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে জাপোরিঝিয়া কেন্দ্রের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হলো।
ইউরোপের সর্ববৃহৎ এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের তুমুল লড়াই চলছে, যা সেখানকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে ইউক্রেনের পরমাণু সংস্থা এনার্জোঅ্যাটম জানায়, আগ্রাসীদের (রাশিয়া) কর্মকাণ্ডের কারণে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (জেএনপিপি) এই প্রথম জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। হামলায় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গের কারণে কেন্দ্রটির কাছাকাছি একটি থার্মাল প্ল্যান্টের পাশে বিদ্যুতের তারে আগুন লাগায় দুটি সক্রিয় পাওয়ার ইউনিটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাশিয়ার গোলাবর্ষণের কারণে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির তিনটি বিকল্প লাইন আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়। এর আগে রাশিয়া জাপোরিঝিয়ার বিদ্যুৎ নিজেদের গ্রিডের সঙ্গে যুক্ত করার জন্য কেন্দ্রটির সংযোগ ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন করতে চাইছে বলে সতর্ক করেছিল এনার্জোঅ্যাটম।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা এখনো স্বাভাবিক পর্যায়ে আছে। ইউক্রেনের মোট বিদ্যুতের একটা বড় অংশের জোগান আসত কেন্দ্রটি থেকে। ফলে জাতীয় গ্রিড থেকে এটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেশটির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত মার্চের শুরু থেকে রাশিয়ার দখলে রয়েছে। তবে ইউক্রেনের প্রযুক্তিবিদেরা রাশিয়ার নির্দেশে বিদ্যুৎকেন্দ্রটি এখনো পরিচালনা করছে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই এক বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনে চলমান যুদ্ধ থামাতে আলোচনার অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।
৬ মিনিট আগেভারতে চলমান বর্ষায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ১ হাজার ৬২৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যসভায় এই তথ্য প্রকাশ করেছে। জুলাই মাস শেষ হতেই দেশের বিভিন্ন রাজ্যে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
২৪ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছেন ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ। তিনি জানিয়েছেন, ইউক্রেন সংকট সমাধান নিয়ে আলোচনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি গ্রহণযোগ্য প্রস্তাব পেয়েছে রাশিয়া।
২৭ মিনিট আগেগত কয়েক মাস ধরে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে এক নীরব কিন্তু গভীর রূপান্তর ঘটছে। এর মাধ্যমে দীর্ঘকাল ধরে বিদেশি শিক্ষার্থীদের প্রতি যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ব্যবস্থা যে উন্মুক্ত নীতির চর্চা করে এসেছে, তা প্রশ্নের মুখে পড়েছে।
১ ঘণ্টা আগে