Ajker Patrika

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিশুসহ নিহত ১৮

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৬: ১২
ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিশুসহ নিহত ১৮

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্তে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশুও ছিল। স্থানীয় সময় আজ বুধবার দেশটির রাজধানী কিয়েভের পূর্বাঞ্চলীয় ব্রোভারির উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ মন্ত্রণালয়ের আরও আট কর্মকর্তা ওই হেলিকপ্টারে ছিলেন। নিহতদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী ও সচিবও রয়েছেন। পুলিশপ্রধান ইহোর ক্লেমেঙ্কো বলেন, হেলিকপ্টারটি ইউক্রেনের জরুরি সেবা বিভাগের ছিল।    

কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকজি কুলেবা বলেন, ব্রোভারি ট্র্যাজেডিতে ২৯ জন আহত হওয়ার পাশাপাশি ১৮ জন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার পর কিন্ডারগার্টেনের কাছে আগুন ছড়িয়ে পড়ে। তখন শিশু ও বিদ্যালয়ের কর্মীদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। বিদ্যালয় ভবনের বাইরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ জ্বলতে দেখা গেছে। দুর্ঘটনার সময় অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করেছিল।

মন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ইয়েভেন ইয়েনিন মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী এবং ইউরি লুবকোভিচ রাজ্যসচিব ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত