Ajker Patrika

পতনের মুখে রাজধানী, সমঝোতার ইঙ্গিত ইউক্রেনের নেতাদের

পতনের মুখে রাজধানী, সমঝোতার ইঙ্গিত ইউক্রেনের নেতাদের

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশে হামলা জোরদার করেছে রাশিয়ার সেনাবাহিনী। রুশ সেনাদের হামলার মুখে কিয়েভের পতনের আশঙ্কা করছেন দেশটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এমনকি রাশিয়ার সঙ্গে সমঝোতারও ইঙ্গিত দেওয়া হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে। বুধবার সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন। জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ ন্যাটো সদস্যপদের বিষয়ে মস্কোর সঙ্গে একটি সমঝোতায় যেতে প্রস্তুত। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সমঝোতার ইঙ্গিত দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন—মস্কো বিরোধিতা করায় কিয়েভ দীর্ঘ মেয়াদে ন্যাটোর সদস্যপদ লাভের বিষয়টি স্থগিত রেখে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনায় প্রস্তুত ছিল।’ 

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা আলেক্সি অ্যারেস্টোভিচ যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার অগ্রগতি নিয়ে বলেছেন, ‘আমরা এখন এক কণ্টকাকীর্ণ রাস্তায় রয়েছি।’ 

অ্যারেস্টোভিচ বলেছেন, তিনি আশা করছেন—হয় আগামী দুই-এক সপ্তাহের মধ্যে একটি শান্তি চুক্তি হতে পারে নয়তো রাশিয়া নতুন করে শক্তিবৃদ্ধি করলে যুদ্ধ আরও এক মাসের জন্য দীর্ঘায়িত হতে পারে। 

এ দিকে, রাশিয়ার তরফ থেকেও সমঝোতার আশা প্রকাশ করা হচ্ছে। রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছেন, ‘আলোচনায় অগ্রগতি সম্পর্কে এখনই কোনো ধরনের ভবিষ্যদ্বাণী করা খুব অপরিপক্ব হয়ে যাবে। কাজটি কঠিন এবং বর্তমান পরিস্থিতিতেও যে আলোচনা অব্যাহত রয়েছে এই বিষয়টিই আমাদের আশা দেখাচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত