Ajker Patrika

জ্বর-সর্দি নিয়ে চলছে নাভালনির অনশন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২১: ৪৮
Thumbnail image

জ্বর-সর্দি নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন জেলে থাকা রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। গতকাল সোমবার নাভালনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এমনটি জানিয়েছেন।

এর আগে গত বুধবার (৩১ মার্চ) চিকিৎসার দাবিতে কারাগারে অনশনে শুরু করেন নাভালনি। 

ইনস্টাগ্রামে নাভালনি লিখেন, 'কর্মকর্তাদের তথ্য থেকে উদ্ধৃতি দিচ্ছি। আমার জ্বর ১০০.৬ ডিগ্রি ফারেনহাইট। তবুও আমি অনশন চালিয়ে যাবো।'

রাশিয়ার সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসযন্ত্রের অসুস্থতার কারণে নাভালনিকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে নাভালনির আইনজীবী জানিয়েছেন, অনশনে পুতিনবিরোধী নেতার ওজন অনেক কমে গেছে।

আড়াই বছরের কারাদণ্ডপ্রাপ্ত নাভালনি বর্তমানে রাশিয়ার একটি কুখ্যাত কারাগারে রয়েছেন। ২০১৪ সালের জালিয়াতির একটি মামলায় স্থগিত সাজার শর্ত লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত