Ajker Patrika

রাশিয়ার হামলা জোরদার, খেরসন ছাড়ছেন বাসিন্দারা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৪: ৪৯
রাশিয়ার হামলা জোরদার, খেরসন ছাড়ছেন বাসিন্দারা

ইউক্রেনের খেরসনে হামলা জোরদার করেছে রাশিয়ার সেনাবাহিনী। এরই জেরে শহরটি ছেড়ে যাচ্ছে শত শত বেসামরিক নাগরিক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

খেরসনের ট্রেন স্টেশনে দেখা গেছে, ১৩ বছর বয়সী নিকা সেলিবানোভা দুই হাত উঁচিয়ে ‘হার্ট শেপ’ দেখিয়ে বন্ধুকে বিদায় জানাচ্ছে। এ সময় তার বন্ধু ইন্নাও আবেগে আপ্লুত হয়ে পড়ে। এর আগে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে। নিকার কোলে থাকা পোষ্য কুকুরটিকেও আদর করে দেয় ইন্না। 

নিকার মা এলেনা জানান, আগে যেখানে দিনে ১০ বারের মতো হামলার শব্দ শোনা যেত, এখন সেখানে ৭০ থেকে ৮০ বারে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘আতঙ্কেই শহর ছাড়ছি। ইউক্রেন এবং আমার প্রিয় শহর খেরসনকে অনেক ভালোবাসি, তবু ছেড়ে যেতে হচ্ছে।’ 

তাঁদের মতো আরও অনেক বাসিন্দাকে বিমর্ষ চিত্তে শহরটি ছাড়তে দেখা যায়। পরিস্থিতি এতটাই অনিশ্চিত যে অনেকে জানেন না আর ফিরে আসা হবে কি না খেরসনে। 

বড়দিনের পর থেকে এ পর্যন্ত চার শতাধিক বেসামরিক খেরসন ছেড়ে যায়। শহরটিতে রুশ সামরিক বাহিনীর বোমা হামলার পরই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। মঙ্গলবার সেখানকার একটি হাসপাতালের প্রসূতি বিভাগে হামলা চালানো হয়। যদিও হতাহতের খবর পাওয়া যায়নি। 

অনেকেই শহর ছাড়ছেন নিজ ব্যবস্থায়। আবার অনেকে ইউক্রেন সরকারের উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ট্রেনে করে খেরসন ছাড়ছেন। স্টেশনে মানুষের লম্বা লাইন পড়ে যায়। এ ছাড়া সড়কেও দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত