Ajker Patrika

রাশিয়ার নিরাপত্তাবাহিনীর ভবনে বিস্ফোরণে ১ জন নিহত

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১০: ৪৯
রাশিয়ার নিরাপত্তাবাহিনীর ভবনে বিস্ফোরণে ১ জন নিহত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ অন ডনে নিরাপত্তাবাহিনীর একটি ভবনে স্থানীয় সময় বৃহস্পতিবার বিস্ফোরণের পর আগুনে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত দুজন। রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। 

বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, রোস্তভের একটি বিপণনকেন্দ্র ও একটি আবাসিক ভবনের কাছে বাতাসে কালো ধোঁয়া উড়ছে। রোস্তভ শহরটি পূর্ব ইউক্রেন সংলগ্ন অঞ্চলের রাজধানী। এই অঞ্চলে ইউক্রেন বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর লড়াই চলছে। 

যে ভবনে বিস্ফোরণ ঘটেছে সেটি ‘এফএসবি’ নামে পরিচিত। এটি অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার কাজে ব্যবহৃত হয়। 

মস্কো এক বিবৃতিতে বলেছে, এফএসবি (ফেডারেল সিকিউরিটি সার্ভিস) ভবনের ভেতরে একটি ওয়ার্কশপে রাখা জ্বালানি ও লুব্রিকেন্টে আগুন ধরার পর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এফএসবির সীমান্ত টহল ভবনের একাংশ ধসে পড়ে। 

রোস্তভের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। আগুন লাগার পর আশপাশের ভবনগুলো খালি করা হয়েছে।’ 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের কাছে রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলোতে বিক্ষিপ্ত হামলা, বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। 

মস্কো মাঝে মাঝেই অভিযোগ করে বলেছে, রাশিয়ার সীমান্ত এলাকায় ইউক্রেন বাহিনী ড্রোন দিয়ে হামলা করছে। গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এফএসবিকে বলেছেন, পশ্চিমারা গুপ্তচরবৃত্তির মাধ্যমে নাশকতা বাড়াচ্ছে। তাদের মোকাবিলায় আরও তৎপর হতে হবে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ সহকারী মিখাইলো পোদোলিয়াক এক টুইটার পোস্টে বলেছেন, রাশিয়ার এফএসবি ভবনে ইউক্রেন হামলা করেনি। এ ধরনের কাজ ইউক্রেন কখনোই করে না। তবে এফএসবি ভবনে বিস্ফোরণে তারা আনন্দিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত