ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে গাজার পক্ষে সোচ্চার যুক্তরাজ্যের বামপন্থী রাজনীতিক জর্জ গ্যালোওয়ে উপনির্বাচনে জিতে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে উত্তরাঞ্চলের রোশডেল শহরের আসন থেকে নিরঙ্কুশ জয় পেয়েছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, উপনির্বাচনে ভোট পড়েছে ৩৯ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে গ্যালোওয়ে ১২ হাজার ৩৩৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র দলের ডেভিড টালি পেয়েছেন ৬ হাজার ৬৩৮টি ভোট।
লেবার পার্টির নেতা আজহার আলী ভোটের দিক থেকে তিনি চতুর্থ অবস্থানে আছেন। ইসরায়েল নিয়ে ষড়যন্ত্রতত্ত্ব প্রচারের অভিযোগ ওঠায় দলের সমর্থন হারান তিনি।
লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থনের অভিযোগ করেন ব্রিটেনের ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিত্বকারী গ্যালোওয়ে। ভোটারদের বড় অংশ মুসলিম এমন নির্বাচনী এলাকায় ফিলিস্তিনপন্থী প্রচারণা চালিয়েছেন তিনি।
গত শুক্রবার জয়ী হওয়ার পর গ্যালোওয়ে আল জাজিরাকে বলেন, ‘আমার বিশ্বাস, আমি ব্রিটেনের ওই লাখ লাখ মানুষের হয়ে কথা বলছি, যাদের হৃদয় গাজা হত্যাকাণ্ড দেখে ভেঙে গেছে, কলিজা মুচড়ে গেছে এবং ব্রিটিশ মিডিয়ায় তাদের এতই কম প্রতিনিধিত্ব করা হয় যে তারা অদৃশ্য প্রায়।’
তিনি বলেন, ‘আজ সন্ধ্যায়ও ব্রিটেনের রাজনৈতিক দল কনজারভেটিভ ও লেবার আমার জয় নিয়ে আতঙ্কে আছে। কারণ তারা জানে যে তারা ভুল করেছে।’
গত শুক্রবার ইসরায়েল যুদ্ধের সমর্থক ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, সংসদীয় আসনে গালোওয়ের নির্বাচন ‘উদ্বেগজনক’। এমনকি সুনাক তাঁর বিরুদ্ধে গত ৭ অক্টোবরের হামলা খারিজ করে দেওয়ার অভিযোগও তোলেন।
আল জাজিরাকে গ্যালোওয়ে বলেন, ‘রাজনীতি ও গণমাধ্যমের বিষাক্ত বলয়ের মানুষ গাজাবাসীর বিরুদ্ধে গণহত্যাকে সমর্থন করে।’
তিনি বলেন, ‘কিন্তু যখন আপনি সেই বলয় থেকে বের হয়ে আসবেন, তখন আপনি দেখতে পাবেন বেশির ভাগ মানুষের সহানুভূতি ক্ষতিগ্রস্তদের পক্ষে থাকে, অপরাধীদের পক্ষে নয়।’
ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে গাজার পক্ষে সোচ্চার যুক্তরাজ্যের বামপন্থী রাজনীতিক জর্জ গ্যালোওয়ে উপনির্বাচনে জিতে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে উত্তরাঞ্চলের রোশডেল শহরের আসন থেকে নিরঙ্কুশ জয় পেয়েছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, উপনির্বাচনে ভোট পড়েছে ৩৯ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে গ্যালোওয়ে ১২ হাজার ৩৩৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র দলের ডেভিড টালি পেয়েছেন ৬ হাজার ৬৩৮টি ভোট।
লেবার পার্টির নেতা আজহার আলী ভোটের দিক থেকে তিনি চতুর্থ অবস্থানে আছেন। ইসরায়েল নিয়ে ষড়যন্ত্রতত্ত্ব প্রচারের অভিযোগ ওঠায় দলের সমর্থন হারান তিনি।
লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থনের অভিযোগ করেন ব্রিটেনের ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিত্বকারী গ্যালোওয়ে। ভোটারদের বড় অংশ মুসলিম এমন নির্বাচনী এলাকায় ফিলিস্তিনপন্থী প্রচারণা চালিয়েছেন তিনি।
গত শুক্রবার জয়ী হওয়ার পর গ্যালোওয়ে আল জাজিরাকে বলেন, ‘আমার বিশ্বাস, আমি ব্রিটেনের ওই লাখ লাখ মানুষের হয়ে কথা বলছি, যাদের হৃদয় গাজা হত্যাকাণ্ড দেখে ভেঙে গেছে, কলিজা মুচড়ে গেছে এবং ব্রিটিশ মিডিয়ায় তাদের এতই কম প্রতিনিধিত্ব করা হয় যে তারা অদৃশ্য প্রায়।’
তিনি বলেন, ‘আজ সন্ধ্যায়ও ব্রিটেনের রাজনৈতিক দল কনজারভেটিভ ও লেবার আমার জয় নিয়ে আতঙ্কে আছে। কারণ তারা জানে যে তারা ভুল করেছে।’
গত শুক্রবার ইসরায়েল যুদ্ধের সমর্থক ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, সংসদীয় আসনে গালোওয়ের নির্বাচন ‘উদ্বেগজনক’। এমনকি সুনাক তাঁর বিরুদ্ধে গত ৭ অক্টোবরের হামলা খারিজ করে দেওয়ার অভিযোগও তোলেন।
আল জাজিরাকে গ্যালোওয়ে বলেন, ‘রাজনীতি ও গণমাধ্যমের বিষাক্ত বলয়ের মানুষ গাজাবাসীর বিরুদ্ধে গণহত্যাকে সমর্থন করে।’
তিনি বলেন, ‘কিন্তু যখন আপনি সেই বলয় থেকে বের হয়ে আসবেন, তখন আপনি দেখতে পাবেন বেশির ভাগ মানুষের সহানুভূতি ক্ষতিগ্রস্তদের পক্ষে থাকে, অপরাধীদের পক্ষে নয়।’
রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউটার্স’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ জ্বালানি কেনার...
২০ মিনিট আগেবাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের ভিসা বন্ধের কারণে কলকাতার ‘মিনি বাংলাদেশ’ খ্যাত এলাকার অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে ১ হাজার কোটি রুপির বেশি। একসময় বাংলাদেশি পর্যটকদের জন্য জমজমাট এই কেন্দ্রটি এখন পর্যটকশূন্য হয়ে পড়েছে।
২৮ মিনিট আগেনানা অজুহাতে নিজে দেশের নাগরিকদেরই বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারতের বিজেপি সরকার। পশ্চিমবঙ্গ, আসামসহ বাঙালি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে এখন বাংলাদেশে ফেরত পাঠানোর আতঙ্কে আছেন বহু মানুষ। এই ভয়ে কলকাতায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
১ ঘণ্টা আগেশাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা এক বিবৃতিতে জানিয়েছেন, হামাস যোদ্ধা এবং গাজার বেসামরিক নাগরিকেরা যা খায়, জিম্মিরাও তা-ই খায়। রেড ক্রসের আহ্বানকে স্বাগত জানালেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গাজার সব মানুষ যেমন আছে জিম্মিরা তেমনই থাকবে। কোনো বিশেষ সুবিধা তাদের দেওয়া হবে না।
১ ঘণ্টা আগে