অনলাইন ডেস্ক
গত মাসে রাশিয়ার বেশ কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যমের সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। তারই প্রতিক্রিয়ায় এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর ৮১টি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগে গত মে মাসে ২৭ সদস্যের ব্লক ইইউ চারটি রুশ গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দেয়। তার প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইইউভুক্ত দেশগুলোর গণমাধ্যমগুলোর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলে বলেছে যে, ইউক্রেন যুদ্ধ সম্পর্কে সম্পর্কে পদ্ধতিগতভাবে মিথ্যা তথ্য প্রচার করছে এমন গণমাধ্যমের সম্প্রচার নিষিদ্ধ করছে মস্কো।
বিদ্যমান উত্তেজনার জন্য ইইউ নেতৃত্বকে দায়ী করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে যে, রাশিয়া বারবার এবং বিভিন্ন পর্যায়ে সতর্ক করেছে যে, দেশীয় সাংবাদিকদের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি এবং ইইউতে রুশ গণমাধ্যমের ওপর ভিত্তিহীন নিষেধাজ্ঞার বিষয়টি এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না।
রুশ নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে ইউরোপের ২৫টি দেশের গণমাধ্যম এবং ইউরোপভিত্তিক রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকো। ফরাসি গণমাধ্যমগুলোর ওপর এসেছে সবচেয়ে বেশি ৯টি নিষেধাজ্ঞা। এর মধ্যে এএফপি, লে মন্ডে এবং লিবারেশনও রয়েছে।
জার্মানির ডার স্পিগেল, স্প্যানিশ এল পাইস এবং এল মুন্ডো, ফিনল্যান্ডের ইলে, আইরিশ জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই এবং ইতালির আরএআই টেলিভিশন চ্যানেল এবং লা রিপাবলিকা সংবাদপত্র রয়েছে রুশ নিষেধাজ্ঞার আওতায়।
মস্কো বলেছে, রুশ গণমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তারাও ইইউর গণমাধ্যমগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।
গত মাসে ভয়েস অব ইউরোপ, আরআইএ নিউজ এজেন্সি, ইজভেস্টিয়া এবং রসিয়স্কায়া গাজেটার বিরুদ্ধে রাশিয়ার পক্ষে গুজব ছড়ানোর অভিযোগ এনে নিষিদ্ধ করে ইইউ।
রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র ব্যাচেস্লাভ ভোলোদিন মে মাসে বলেছিলেন যে, ইইউর এই পদক্ষেপ দেখিয়েছে যে—পশ্চিমারা প্রকাশ্যে বাক স্বাধীনতা নিয়ে অনেক কথা বললেও এখনো ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং বাক স্বাধীনতাকে গ্রহণ করতে পারে না।
গত মাসে রাশিয়ার বেশ কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যমের সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। তারই প্রতিক্রিয়ায় এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর ৮১টি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগে গত মে মাসে ২৭ সদস্যের ব্লক ইইউ চারটি রুশ গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দেয়। তার প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইইউভুক্ত দেশগুলোর গণমাধ্যমগুলোর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলে বলেছে যে, ইউক্রেন যুদ্ধ সম্পর্কে সম্পর্কে পদ্ধতিগতভাবে মিথ্যা তথ্য প্রচার করছে এমন গণমাধ্যমের সম্প্রচার নিষিদ্ধ করছে মস্কো।
বিদ্যমান উত্তেজনার জন্য ইইউ নেতৃত্বকে দায়ী করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে যে, রাশিয়া বারবার এবং বিভিন্ন পর্যায়ে সতর্ক করেছে যে, দেশীয় সাংবাদিকদের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি এবং ইইউতে রুশ গণমাধ্যমের ওপর ভিত্তিহীন নিষেধাজ্ঞার বিষয়টি এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না।
রুশ নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে ইউরোপের ২৫টি দেশের গণমাধ্যম এবং ইউরোপভিত্তিক রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকো। ফরাসি গণমাধ্যমগুলোর ওপর এসেছে সবচেয়ে বেশি ৯টি নিষেধাজ্ঞা। এর মধ্যে এএফপি, লে মন্ডে এবং লিবারেশনও রয়েছে।
জার্মানির ডার স্পিগেল, স্প্যানিশ এল পাইস এবং এল মুন্ডো, ফিনল্যান্ডের ইলে, আইরিশ জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই এবং ইতালির আরএআই টেলিভিশন চ্যানেল এবং লা রিপাবলিকা সংবাদপত্র রয়েছে রুশ নিষেধাজ্ঞার আওতায়।
মস্কো বলেছে, রুশ গণমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তারাও ইইউর গণমাধ্যমগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।
গত মাসে ভয়েস অব ইউরোপ, আরআইএ নিউজ এজেন্সি, ইজভেস্টিয়া এবং রসিয়স্কায়া গাজেটার বিরুদ্ধে রাশিয়ার পক্ষে গুজব ছড়ানোর অভিযোগ এনে নিষিদ্ধ করে ইইউ।
রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র ব্যাচেস্লাভ ভোলোদিন মে মাসে বলেছিলেন যে, ইইউর এই পদক্ষেপ দেখিয়েছে যে—পশ্চিমারা প্রকাশ্যে বাক স্বাধীনতা নিয়ে অনেক কথা বললেও এখনো ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং বাক স্বাধীনতাকে গ্রহণ করতে পারে না।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৩ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
৮ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১১ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১২ ঘণ্টা আগে