Ajker Patrika

কুকুরের কামড়ে আহত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ২৬
Thumbnail image

কুকুরের কামড়ে আহত হয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। গতকাল সোমবার জাপানি সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাটের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য প্রেস ইউনাইটেড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কুলেবা নিজের পোষা কুকুর নিয়ে বাইরে হাঁটতে বের হয়ে অপর একটি কুকুরের কামড়ে আহত হয়েছেন। তবে ক্ষত খুব বেশি নয়। 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি জানান, কিয়েভে তাঁর নিজের তিনটি পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন তিনি। একটি বড় কুকুর তাঁর পোষা কুকুরগুলোর দিকে তেড়ে এলে তিনি তা রুখতে গেলে সেই কুকুর তাঁকে কামড়ে দেয়। তবে এতে তাঁর তেমন কোনো ক্ষতি হয়নি। 

ক্ষত সামান্য হলেও কুলেবাকে হাসপাতালের শরণাপন্ন হতে হয়েছিল। পরে অবশ্য প্রাথমিক চিকিৎসা দিয়েই তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। তবে কুলেবা জানাননি, তাঁকে যে কুকুরটি আক্রমণ করেছিল তা কত বড় ছিল। 

কুলেবার তিনটি ছোট প্রজাতির কুকুর আছে। এর মধ্যে একটি ফরাসি বুলডগ। এই কুকুরটি তিনি ২০২২ সালে নিয়েছিলেন। এ ছাড়া, মারিক নামে তাঁর আরও একটি কুকুর আছে। এই কুকুর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলার সময় মারিউপোল থেকে উদ্ধার করেছিল ইউক্রেনীয় বাহিনী। শহরটি বর্তমানে রাশিয়ার দখলে। এই কুকুর নিয়ে কুলেবা বিভিন্ন কূটনৈতিক অনুষ্ঠানেও গিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত