Ajker Patrika

চুক্তি হলেও রাশিয়াকে খাদ্যশস্য রপ্তানিতে বাধা দেওয়া হচ্ছে: পুতিন 

চুক্তি হলেও রাশিয়াকে খাদ্যশস্য রপ্তানিতে বাধা দেওয়া হচ্ছে: পুতিন 

রাশিয়া ওই ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির লক্ষ্যে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তি করেছিল মস্কো–কিয়েভ। চুক্তি অনুসারে রাশিয়া ইউক্রেনকে খাদ্যশস্য রপ্তানি করতে দিলেও রাশিয়াকে খাদ্যশস্য রপ্তানিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের সেনাবাহিনীর গোলাবর্ষণ বিপর্যয় ডেকে আনতে পারে। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখোর সঙ্গে টেলিফোনে আলাপকালে এই অভিযোগ করেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন থেকে পাঠানো এক বিবৃতে এই তথ্য জানিয়েছে। 

ক্রেমলিনের বিবৃতে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখোকে বলেছেন, গত মাসে ইস্তাম্বুলে হওয়া চুক্তি অনুসারে খাদ্যশস্য রপ্তানি করতে পারছে না রাশিয়া। ক্রমাগত ‘বাধা’র সম্মুখীন হচ্ছে। বিবৃতিতে রাশিয়ার খাদ্যশস্যের পাশাপাশি সার রপ্তানিতে বাধার সম্মুখীন হচ্ছে বলেও জানানো হয়েছে। 

মাঁখোর সঙ্গে আলাপকালে পুতিন বলেছেন, রুশ নিয়ন্ত্রিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ায় ইউক্রেনের হামলা বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এবং যেকোনো সময় ‘বিপর্যয় ঘটে যেতে পারে বলেও সতর্ক করেন পুতিন। 

পুতিন জোর দিয়ে বলেন, ‘জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলাবর্ষণ একটি বড় আকারের বিপর্যয় ডেকে আনতে পারে।’ এ সময় উভয় দেশের নেতাই যত তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত