Ajker Patrika

যুদ্ধে ৯ হাজার ইউক্রেনীয় সৈন্যের মৃত্যু হয়েছে

যুদ্ধে ৯ হাজার ইউক্রেনীয় সৈন্যের মৃত্যু হয়েছে

রাশিয়া ইউক্রেনের তাদের দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে এখনো পর্যন্ত অন্তত ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছেন। ইউক্রেনের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি জালুঝনি স্থানীয় সময় আজ সোমবার এই সংখ্যা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স–ইউক্রেনের বরাত দিয়ে এএফপি বলেছে, ভ্যালেরি জালুঝিনি বলেছেন, ‘ইউক্রেনের শিশুদের একটি বিষয়ে বিশেষভাবে বলা দরকার যে, তাদের অনেকেরই বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে এবং হয়তো এরই মধ্যে যে ৯ হাজার বীর যোদ্ধা নিহত হয়েছেন তাদের মধ্যে তাদের অনেকের বাবাই রয়েছে।’ সোমবার এক বিশেষ আলোচনা সভায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি এই বক্তব্য দেন। 

গত ৬ মাসের যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো পক্ষই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। এই প্রথম ইউক্রেনের পক্ষ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল পর্যায় থেকে হতাহতের বিষয়ে সংখ্যা উল্লেখ করে বক্তব্য দেওয়া হলো। 

এর আগে, গত এপ্রিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, সে সময় পর্যন্ত ৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত এবং ১০ হাজার সৈন্য আহত হয়েছিল। 

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কোর্ট ফিলসফার’ ‘পুতিনের ব্রেইন’ বলে খ্যাত আলেক্সান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনের হত্যাকাণ্ডের পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির গোয়েন্দা সংস্থা এফএসবি স্থানীয় সময় আজ সোমবার এক বিবৃতিতে এই দাবি করেছে। 

রাশিয়ার গোয়েন্দা সংস্থার দাবি দারিয়া দুগিনার হত্যাকাণ্ডের পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। এফএসবির বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঘৃণ্য অপরাধটির পরিকল্পনা করেছে ইউক্রেনের স্পেশাল সার্ভিস এবং বাস্তবায়নও করেছে তাঁরা।’ বিবৃতে আরও বলা হয়, ওই বিস্ফোরণ সংঘটনের পর হত্যাকারী এস্তোনিয়ায় পালিয়ে গিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত