গ্রিনল্যান্ড দখলের জন্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের হুমকির পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট কড়া সতর্কবার্তা দিয়েছেন। আজ বুধবার ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কখনোই তার সার্বভৌম সীমান্তে কোনো ধরনের হামলা সহ্য করবে না, তা সে যে দেশই হোক না কেন।’
তিনি আরও বলেন, ‘যদিও আমি বিশ্বাস করি না যে, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড আক্রমণ করবে। তবে আমরা এমন এক সময়ে আছি, যেখানে ক্ষমতাধরদের পক্ষে আইন।’
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সর্বশেষ গতকাল তিনি সামরিক শক্তি প্রয়োগের হুমকিও শুনিয়েছে। বিষয়টি আন্তর্জাতিক মহলে বেশ উদ্বেগ সৃষ্টি করেছে। তবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেডে বলেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং আমরা যুক্তরাষ্ট্রের অংশ হতে আগ্রহী নই।’ ডেনমার্কের নিয়ন্ত্রণ থেকেও গ্রিনল্যান্ড স্বাধীনতার দাবি জানান তিনি।
এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনও ট্রাম্পের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেছেন। তিনি বলেন, ‘আমরা ঘনিষ্ঠ মিত্র ও অর্থনৈতিক অংশীদার। আমাদের মধ্যে আর্থিক বিষয় নিয়ে লড়াই করা উচিত নয়।’
ট্রাম্প মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে, পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলে নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতে পারেন তিনি। কারণ এই অঞ্চল দুটি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
মার-এ-লাগোতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা প্রশ্ন করেন, পানামা খাল ও গ্রিনল্যান্ডের দখল নিতে সামরিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হবে না—বিশ্বকে তিনি এমন আশ্বাস দেবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি এ নিয়ে নিশ্চয়তা দিতে পারি না। তবে এটুকু বলতে পারি, এগুলো (পানামা খাল ও গ্রিনল্যান্ড) আমাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য দরকার।’
গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবে ডেনমার্ক রাজি না হলে তাদের ওপর শুল্ক আরোপের কথাও উল্লেখ করেন তিনি। তবে ডেনমার্ক আগেই জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির কোনো ইচ্ছা তাদের নেই।
অন্যদিকে পানামা খাল পুনর্দখলের হুমকির প্রতিবাদ জানিয়ে পানামার পররাষ্ট্রমন্ত্রী হাভিয়ের মার্তিনেজ-আচার বলেন, ‘পানামা খালের নিয়ন্ত্রণ শুধু পানামার হাতেই থাকবে।’
গ্রিনল্যান্ড দখলের জন্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের হুমকির পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট কড়া সতর্কবার্তা দিয়েছেন। আজ বুধবার ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কখনোই তার সার্বভৌম সীমান্তে কোনো ধরনের হামলা সহ্য করবে না, তা সে যে দেশই হোক না কেন।’
তিনি আরও বলেন, ‘যদিও আমি বিশ্বাস করি না যে, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড আক্রমণ করবে। তবে আমরা এমন এক সময়ে আছি, যেখানে ক্ষমতাধরদের পক্ষে আইন।’
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সর্বশেষ গতকাল তিনি সামরিক শক্তি প্রয়োগের হুমকিও শুনিয়েছে। বিষয়টি আন্তর্জাতিক মহলে বেশ উদ্বেগ সৃষ্টি করেছে। তবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেডে বলেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং আমরা যুক্তরাষ্ট্রের অংশ হতে আগ্রহী নই।’ ডেনমার্কের নিয়ন্ত্রণ থেকেও গ্রিনল্যান্ড স্বাধীনতার দাবি জানান তিনি।
এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনও ট্রাম্পের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেছেন। তিনি বলেন, ‘আমরা ঘনিষ্ঠ মিত্র ও অর্থনৈতিক অংশীদার। আমাদের মধ্যে আর্থিক বিষয় নিয়ে লড়াই করা উচিত নয়।’
ট্রাম্প মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে, পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলে নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতে পারেন তিনি। কারণ এই অঞ্চল দুটি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
মার-এ-লাগোতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা প্রশ্ন করেন, পানামা খাল ও গ্রিনল্যান্ডের দখল নিতে সামরিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হবে না—বিশ্বকে তিনি এমন আশ্বাস দেবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি এ নিয়ে নিশ্চয়তা দিতে পারি না। তবে এটুকু বলতে পারি, এগুলো (পানামা খাল ও গ্রিনল্যান্ড) আমাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য দরকার।’
গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবে ডেনমার্ক রাজি না হলে তাদের ওপর শুল্ক আরোপের কথাও উল্লেখ করেন তিনি। তবে ডেনমার্ক আগেই জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির কোনো ইচ্ছা তাদের নেই।
অন্যদিকে পানামা খাল পুনর্দখলের হুমকির প্রতিবাদ জানিয়ে পানামার পররাষ্ট্রমন্ত্রী হাভিয়ের মার্তিনেজ-আচার বলেন, ‘পানামা খালের নিয়ন্ত্রণ শুধু পানামার হাতেই থাকবে।’
নেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে‘মধ্যস্থতাকারী’—শব্দটা যেন কাতারের প্রতিশব্দই হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, দ্বন্দ্ব চলছে এমন দুই দেশের সঙ্গে বেশ আলাদাভাবে সুসম্পর্ক রয়েছে কাতারের। এবং বরাবরই বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতা নিশ্চিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় এই আরব দেশটিকে। উদাহরণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র-ইরান, হামাস-
১ ঘণ্টা আগেভারত মিয়ানমারের শক্তিশালী এক বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় দেশটি থেকে বিরল খনিজ সংগ্রহের চেষ্টা করছে। এ বিষয়ে অবগত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, চীনের কড়া নিয়ন্ত্রণে থাকা এ কৌশলগত সম্পদের বিকল্প উৎস খুঁজছে দিল্লি। ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মিয়ানমারের উত্তর
১ ঘণ্টা আগেভারতের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, নেপালের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
১ ঘণ্টা আগে