Ajker Patrika

চীনে প্রচণ্ড ঠান্ডায় ২১ অ্যাথলেটের মৃত্যু, নিন্দার ঝড়

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ মে ২০২১, ১৩: ১২
Thumbnail image

ঢাকা: চরম ঠান্ডা আবহাওয়ার মধ্যে গতকাল শনিবার চীনের উত্তর–পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের বাইয়িন শহরের জিংতাই এলাকায় একটি আল্টাম্যারাথন দৌড় প্রতিযোগিতা চলছিল। প্রতিযোগিতা চলাকালে প্রচণ্ড ঠান্ডায় ২১ জন দৌড়বিদের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স তথ্যটি জানিয়েছে। এই ঘটনায় সরকারের সঠিক পরিকল্পনার অভাবকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন অনেকেই।

গত বৃহস্পতিবার চীনের প্রাদেশিক আবহাওয়া ওয়েবসাইটে রোববারের মধ্যে বাইয়িনসহ গানসুর বেশির ভাগ জায়গায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে জানানো হয়। গত শুক্রবার চীনের আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার রাত থেকে শনিবার রাজধানী বেইজিংসহ জিংতাইয়ে প্রবল বাতাস বয়ে যাবে।

এমন সুস্পষ্ট আবহাওয়ার পূর্বাভাস থাকার পরেও বাইয়িন সরকারের সঠিক পরিকল্পনার অভাবে এমন মৃত্যুর ঘটনা ঘটেছে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘সরকার কি আবহাওয়ার পূর্বাভাসটি পড়েনি? আবহাওয়ার পূর্বাভাস কেন গুরুত্বের সঙ্গে নেওয়া হলো না?’

আরেকজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটি একটি মানবসৃষ্ট সমস্যা। আবহাওয়া অপ্রত্যাশিত ছিল কিন্তু কর্তৃপক্ষের জরুরি পরিকল্পনা কোথায় ছিল?’

এই ঘটনায় রোববার বাইয়িন কর্তৃপক্ষ মাথা নত করে ক্ষমা চেয়েছে। তারা ২১ জন দৌড়বিদের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এ ঘটনায় বাইয়িন কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দোষারোপ করা হচ্ছে।

পিপলস ডেইলির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধানে একটি তদন্ত দল গঠন করেছে গানসু প্রাদেশিক সরকার।

বাইয়িন শহরের আওতাভুক্ত চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী ইয়েলো রিভার স্টোন ফরেস্টের জিংতাই এলাকা থেকে গতকাল শনিবার সকালে দৌড় প্রতিযোগিতাটি শুরু হয়। এলাকাটি চীনের রাজধানী বেইজিং থেকে এক হাজার কিলোমিটার পশ্চিমে। শুরু থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দৌড়বিদরা টি-শার্ট ও শর্টস পরে প্রতিযোগিতায় অংশ নেন। দুপুরের দিকে পর্বতময় একটি অংশে হিমশীতল বৃষ্টি, শিলা ও প্রবল বাতাসের কবলে পড়েন প্রতিযোগীরা। এ সময় তাপমাত্রা দ্রুত নামতে থাকে।

চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ১২০০ উদ্ধারকর্মীকে নিয়ে উদ্ধার প্রচেষ্টা শুরু করা হয়। তারা থার্মাল ইমেজিং ড্রোন, রাডার ডিটেক্টর ও চূর্ণ করার যন্ত্রাংশসহ অভিযানে নামে। রাতে তাপমাত্রা ফের কমে যায় এবং একটি ভূমিধসের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে।

জানা গেছে, মোট ১৭২ জন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে ১৫১ জন প্রতিযোগী নিরাপদ আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত