মধ্য চীনের শহর ঝেংঝুতে এক অভূতপূর্ব সড়ক দুর্ঘটনার ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গত বুধবার এ দুর্ঘটনায় রাস্তা একটির ওপর আরেকটি উঠে গিয়ে দুই শতাধিক গাড়ির স্তূপ হয়ে যায়। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দ্য গ্লোবাল টাইমসের দেওয়া তথ্য অনুযায়ী, সকালের ঘন কুয়াশায় ঢেকে থাকা একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া দুর্ঘটনার ছবি ও ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, বেশ দীর্ঘ মাল্টি-লেনের সেতু। সেতুর ওপর ছড়িয়ে রয়েছে যানবাহন। প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাক, লরিসহ বিভিন্ন যানবাহন স্তূপের মতো পড়ে থাকতে দেখা যায়।
দ্য গ্লোবাল টাইমস জানিয়েছে, অনেক চালক এবং যাত্রী গাড়িতে আটকা পড়েছিলেন। তাৎক্ষণিকভাবে ট্রাফিক ও স্বাস্থ্য বিভাগের কর্মীরাসহ জরুরি সহায়তা কর্মী ও দমকল উদ্ধারকারীরা ঘটনাস্থলে যান।
একজন প্রত্যক্ষদর্শী গ্লোবাল টাইমসকে বলেন, কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির স্তূপ জমে যায়। ঘন কুয়াশার কারণে সেতুতে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। এ কারণেই সম্ভবত দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিছু এলাকায় সকালে দৃশ্যমানতা ছিল মাত্র ২০০ মিটার। এই দূরত্বের পর আর কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরে পুলিশ কুয়াশার কারণে সেতু পারাপার না করার জন্য সতর্কতা জারি করে।
ওই ওভারপাসটি ঝেংঝোকে জিনজিয়াং শহরের সঙ্গে যুক্ত করেছে। পুলিশ উদ্ধার অভিযানের সময় সেতুটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। বিকেলে যান চলাচল শুরু হয়।
মধ্য চীনের শহর ঝেংঝুতে এক অভূতপূর্ব সড়ক দুর্ঘটনার ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গত বুধবার এ দুর্ঘটনায় রাস্তা একটির ওপর আরেকটি উঠে গিয়ে দুই শতাধিক গাড়ির স্তূপ হয়ে যায়। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দ্য গ্লোবাল টাইমসের দেওয়া তথ্য অনুযায়ী, সকালের ঘন কুয়াশায় ঢেকে থাকা একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া দুর্ঘটনার ছবি ও ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, বেশ দীর্ঘ মাল্টি-লেনের সেতু। সেতুর ওপর ছড়িয়ে রয়েছে যানবাহন। প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাক, লরিসহ বিভিন্ন যানবাহন স্তূপের মতো পড়ে থাকতে দেখা যায়।
দ্য গ্লোবাল টাইমস জানিয়েছে, অনেক চালক এবং যাত্রী গাড়িতে আটকা পড়েছিলেন। তাৎক্ষণিকভাবে ট্রাফিক ও স্বাস্থ্য বিভাগের কর্মীরাসহ জরুরি সহায়তা কর্মী ও দমকল উদ্ধারকারীরা ঘটনাস্থলে যান।
একজন প্রত্যক্ষদর্শী গ্লোবাল টাইমসকে বলেন, কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির স্তূপ জমে যায়। ঘন কুয়াশার কারণে সেতুতে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। এ কারণেই সম্ভবত দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিছু এলাকায় সকালে দৃশ্যমানতা ছিল মাত্র ২০০ মিটার। এই দূরত্বের পর আর কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরে পুলিশ কুয়াশার কারণে সেতু পারাপার না করার জন্য সতর্কতা জারি করে।
ওই ওভারপাসটি ঝেংঝোকে জিনজিয়াং শহরের সঙ্গে যুক্ত করেছে। পুলিশ উদ্ধার অভিযানের সময় সেতুটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। বিকেলে যান চলাচল শুরু হয়।
খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণকাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৯ ঘণ্টা আগে