Ajker Patrika

বিদেশি পর্যটকদের জন্য সুখবর, ৩ বছর পর ভিসা দিচ্ছে চীন

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১২: ৩০
বিদেশি পর্যটকদের জন্য সুখবর, ৩ বছর পর ভিসা দিচ্ছে চীন

করোনা মহামারি শুরুর পর টানা তিন বছরের মধ্যে প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিতে যাচ্ছে চীন। বুধবার (১৫ মার্চ) থেকে পুনরায় সব ধরনের ভিসা প্রদান কার্যক্রম চালু হবে। মহামারির কারণে সতর্কতা বিবেচনায় বিদেশি পর্যটকদের ভ্রমণ বন্ধ ছিল দেশটিতে।

গত মাসে সি চিনপিং সরকার করোনা ভাইরাসের বিরুদ্ধে বিজয় ঘোষণার পর সীমান্তে কড়াকড়ি শিথিলের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় পর্যটন খাতকে স্বাভাবিক করে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে বিদেশি পর্যটকদের স্বাগত জানানো হচ্ছে। দেশটির পর্যটন খাত গত বছর স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়।

আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের যেসব অঞ্চলে করোনা মহামারির আগে কোনো ভিসার প্রয়োজন ছিল না, সেগুলো আবারও ভিসা-ফ্রির আওতায় আসবে। এর মধ্যে থাকবে দক্ষিণাঞ্চলের পর্যটন দ্বীপ হাইনান ও সাংহাই বন্দরের মধ্য দিয়ে যাওয়া ক্রুজ জাহাজও। এ ছাড়া হংকং ও ম্যাকাও থেকে বিদেশিদের জন্য দক্ষিণাঞ্চলীয় উৎপাদনকেন্দ্র গুয়াংডং যেতে ভিসা-ফ্রি যাতায়াত আবার চালু করা হবে।

২০২০ সালের ২৮ মার্চের আগে ইস্যু করা ভিসাধারীরা, যাঁদের এখনো মেয়াদ রয়েছে, তাঁরাও চীন ভ্রমণ করতে পারবেনপররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২০ সালের ২৮ মার্চের আগে ইস্যু করা ভিসাধারী বিদেশিরা, যাঁদের এখনো মেয়াদ রয়েছে, তাঁরাও চীন ভ্রমণ করতে পারবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে সবার জন্য সীমান্ত খুলে দেওয়ায় সামনে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে চীনে ঘুরতে আসা দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা। আবারও আলোর মুখ দেখবে চীনা পর্যটন খাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত