Ajker Patrika

চীনে সোনার মুখোশসহ ৫০০ নিদর্শন আবিষ্কার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ২৯
চীনে সোনার মুখোশসহ ৫০০ নিদর্শন আবিষ্কার

চীনের প্রাচীন শহর সানক্সিংডুইতে স্বর্ণ ও ব্রোঞ্জের মুখোশসহ প্রায় ৫০০ প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। সিচুয়ান প্রাদেশিক সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসন ছয়টি গর্ত খুঁড়ে এগুলো আবিষ্কার করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, এলাকাটির অবস্থান রাজধানী বেইজিং থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

এসব গর্ত থেকে সোনার মুখোশ ছাড়াও উদ্ধার হওয়া নিদর্শনের মধ্যে রয়েছে ড্রাগন এবং গরুর খোদাই, হাতির দাঁতের ছোট ভাস্কর্য, সিল্ক, চাল (কার্বনে পরিণত হয়েছে), গাছের বীজসহ ব্রোঞ্জের জিনিসপত্র। এগুলো ৩ হাজার বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। মানুষের দেহাবশেষ খুঁজে না পেলেও সময়ের হিসাবে এই নিদর্শনগুলো শু রাজার শাসনামলের বলে ধরা যায়। এর মাধ্যমে ওই সময়ের প্রচলিত আচার-অনুষ্ঠান সম্পর্কেও ধারণা করা যাচ্ছে। 

সোনার মুখোশটি গত জুন মাসে আবিষ্কৃত হলেও এই মাসের প্রথম দিকে উন্মোচন করা হয়। মুখোশটির ওজন প্রায় ১০০ গ্রাম। এটি একটি বড় ব্রোঞ্জের মাথার অংশ হিসেবে ছিল। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, এটি ১০৪৬ সালে অবসান হওয়া শ্যাং রাজবংশের শেষ দিকের নিদর্শন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত