অনলাইন ডেস্ক
করোনাকালীন কঠোর বিধিনিষেধ ‘জিরো কোভিড নীতি’ বাতিলের পর গত এক মাসে চীনে ৬০ হাজার মানুষ মারা গেছে। যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশের বয়স ৮০ বছরের বেশি। শনিবার (১৪ জানুয়ারি) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসির খবরে বলা হয়, চীনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল দেশটির সরকার। কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভের মুখে গত ডিসেম্বরে এই নীতি থেকে সরে আসতে বাধ্য হয়। এরপর থেকে নতুন করে করোনা সংক্রমণের ঢেউ দেখা দিয়েছে বিভিন্ন অঞ্চলে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, গত ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারির মধ্যে মোট ৫৯ হাজার ৯৩৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। গত এক মাসের কিছু বেশি সময়ে করোনার কারণে ফুসফুসে মারাত্মক সংক্রমণে ৫ হাজার ৫০৩ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে স্বাস্থ্য ইনস্টিটিউটগুলো। আর ৫৪ হাজার ৪৩৫ জন করোনার সঙ্গে অন্যান্য শারীরিক জটিলতার কারণে মারা গেছেন বলে জানান স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা।
চীনা কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে চীনের হাসপাতালগুলোয় সংকটাপন্ন করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এখনো ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি।
এদিকে করোনার কারণে মৃত্যুর বিষয়ে চীন সরকারের বক্তব্যের সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে বেইজিং বলেছে, মৃত্যুর সংখ্যা নিয়ে তাদের দেওয়া তথ্য ‘সঠিক’।
করোনাকালীন কঠোর বিধিনিষেধ ‘জিরো কোভিড নীতি’ বাতিলের পর গত এক মাসে চীনে ৬০ হাজার মানুষ মারা গেছে। যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশের বয়স ৮০ বছরের বেশি। শনিবার (১৪ জানুয়ারি) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসির খবরে বলা হয়, চীনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল দেশটির সরকার। কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভের মুখে গত ডিসেম্বরে এই নীতি থেকে সরে আসতে বাধ্য হয়। এরপর থেকে নতুন করে করোনা সংক্রমণের ঢেউ দেখা দিয়েছে বিভিন্ন অঞ্চলে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, গত ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারির মধ্যে মোট ৫৯ হাজার ৯৩৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। গত এক মাসের কিছু বেশি সময়ে করোনার কারণে ফুসফুসে মারাত্মক সংক্রমণে ৫ হাজার ৫০৩ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে স্বাস্থ্য ইনস্টিটিউটগুলো। আর ৫৪ হাজার ৪৩৫ জন করোনার সঙ্গে অন্যান্য শারীরিক জটিলতার কারণে মারা গেছেন বলে জানান স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা।
চীনা কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে চীনের হাসপাতালগুলোয় সংকটাপন্ন করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এখনো ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি।
এদিকে করোনার কারণে মৃত্যুর বিষয়ে চীন সরকারের বক্তব্যের সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে বেইজিং বলেছে, মৃত্যুর সংখ্যা নিয়ে তাদের দেওয়া তথ্য ‘সঠিক’।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৮ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৮ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৮ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৯ ঘণ্টা আগে