Ajker Patrika

রেকর্ড যুদ্ধবিমান নিয়ে ফের তাইওয়ানের আকাশসীমায় চীন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৪: ২৯
রেকর্ড যুদ্ধবিমান নিয়ে ফের তাইওয়ানের আকাশসীমায় চীন

তাইওয়ানের আকাশসীমায় ফের রেকর্ড যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটিয়েছে চীন। তাইওয়ান সরকারের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল সোমবার চীনের বিমানবাহিনীর ৫৬টি যুদ্ধবিমান তাঁদের আকাশসীমায় প্রবেশ করে। 

গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তাইওয়ানের প্রতিরক্ষা সীমানার মধ্যে প্রায় ১৫০টি যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। 

তাইওয়ান সরকারের বরাত দিয়ে বিবিসি বলছে, তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘনের সর্বশেষ ঘটনায় সোমবার চীনের ৫৬টি যুদ্ধবিমান দ্বীপ অঞ্চলটির প্রতিরক্ষা সীমানায় প্রবেশ করে। এর মধ্যে ছিল ৩৪টি জে-১৬ যুদ্ধবিমান এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম ১২টি এইচ-৬ বোম্বার যুদ্ধবিমান। এর সবগুলোই তাইওয়ানের নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপের ওপর দিয়ে উড়ে যায়। 

বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় দিবস উপলক্ষে তাইওয়ানের প্রেসিডেন্টকে যুদ্ধবিমান পাঠিয়ে সতর্কবার্তা দিচ্ছে চীন। 

বেইজিং তাইওয়ানকে নিজেদের প্রদেশ মনে করে। তবে তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র বলে দাবি করে। 

তাইওয়ানের সঙ্গে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন।  
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত