অনলাইন ডেস্ক
তাইওয়ানের আকাশের ওপর নজরদারি বেলুন উড়িয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে চীন। এমন অভিযোগ এনেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইওয়ানের নির্বাচনের কয়েক দিন আগে তাদের বিমান চলাচলের নিরাপত্তার ওপর চীন হুমকি তৈরি করছে বলেও বেইজিংয়ের নিন্দা জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
আজ শনিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনা বেলুনগুলো তাদের আন্তর্জাতিক বিমান চলাচলের পথে নিরাপত্তাজনিত ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করছে। মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের নিরাপত্তার প্রতি অবহেলা প্রদর্শনের জন্য চীনা কমিউনিস্টদের প্রতি আমরা নিন্দা জানাচ্ছি।’
মন্ত্রণালয় তাদের বিশ্লেষণের ভিত্তিতে বলেছে, তাইওয়ানের বিরুদ্ধে চীনের ‘গ্রে জোন’ কৌশলের অংশ হিসেবেই এসব বেলুন ওড়ানো হয়েছে। তাইওয়ানের মানুষের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে তাদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার প্রয়াস ছিল চীনের।
নজরদারিবৃত্তির জন্য চীনের বেলুন ব্যবহারের আশঙ্কা গত বছরের ফেব্রুয়ারিতে এক বৈশ্বিক সমস্যা হয়ে উঠেছিল। তখন যুক্তরাষ্ট্র বলেছিল, তাদের আকাশ সীমানায় একটি চীনা নজরদারি বেলুন প্রবেশ করেছিল। চীন তখন বলেছিল, বেলুনটি ছিল বেসামরিক এবং সেটি দুর্ঘটনাক্রমে ভুল পথে চলে যায়।
আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচন সামনে রেখে চীনা সামরিক ও রাজনৈতিক সক্রিয়তার ব্যাপারে বেশ সতর্ক তাইওয়ান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য চীন সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে।
অন্যদিকে, চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ বলে মনে করে। তবে চীনের এই দৃষ্টিভঙ্গিকে প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান। গত মাস থেকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালির ওপর দিয়ে চীনা বেলুন উড়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার কথা জানিয়েছে। তারা বলেছে, এই সপ্তাহে বেশ কিছু চীনা বেলুন তাইওয়ানের বড় বড় বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমান চলাচল কর্তৃপক্ষের অভিযোগ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি বেইজিং। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে নজরদারি বেলুন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তাইওয়ানের আকাশের ওপর নজরদারি বেলুন উড়িয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে চীন। এমন অভিযোগ এনেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইওয়ানের নির্বাচনের কয়েক দিন আগে তাদের বিমান চলাচলের নিরাপত্তার ওপর চীন হুমকি তৈরি করছে বলেও বেইজিংয়ের নিন্দা জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
আজ শনিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনা বেলুনগুলো তাদের আন্তর্জাতিক বিমান চলাচলের পথে নিরাপত্তাজনিত ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করছে। মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের নিরাপত্তার প্রতি অবহেলা প্রদর্শনের জন্য চীনা কমিউনিস্টদের প্রতি আমরা নিন্দা জানাচ্ছি।’
মন্ত্রণালয় তাদের বিশ্লেষণের ভিত্তিতে বলেছে, তাইওয়ানের বিরুদ্ধে চীনের ‘গ্রে জোন’ কৌশলের অংশ হিসেবেই এসব বেলুন ওড়ানো হয়েছে। তাইওয়ানের মানুষের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে তাদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার প্রয়াস ছিল চীনের।
নজরদারিবৃত্তির জন্য চীনের বেলুন ব্যবহারের আশঙ্কা গত বছরের ফেব্রুয়ারিতে এক বৈশ্বিক সমস্যা হয়ে উঠেছিল। তখন যুক্তরাষ্ট্র বলেছিল, তাদের আকাশ সীমানায় একটি চীনা নজরদারি বেলুন প্রবেশ করেছিল। চীন তখন বলেছিল, বেলুনটি ছিল বেসামরিক এবং সেটি দুর্ঘটনাক্রমে ভুল পথে চলে যায়।
আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচন সামনে রেখে চীনা সামরিক ও রাজনৈতিক সক্রিয়তার ব্যাপারে বেশ সতর্ক তাইওয়ান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য চীন সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে।
অন্যদিকে, চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ বলে মনে করে। তবে চীনের এই দৃষ্টিভঙ্গিকে প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান। গত মাস থেকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালির ওপর দিয়ে চীনা বেলুন উড়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার কথা জানিয়েছে। তারা বলেছে, এই সপ্তাহে বেশ কিছু চীনা বেলুন তাইওয়ানের বড় বড় বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমান চলাচল কর্তৃপক্ষের অভিযোগ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি বেইজিং। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে নজরদারি বেলুন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
৪ ঘণ্টা আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
৪ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
৪ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
৫ ঘণ্টা আগে