Ajker Patrika

‘ইউক্রেন যুদ্ধের মূল হোতা যুক্তরাষ্ট্র’

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৬: ৫৪
‘ইউক্রেন যুদ্ধের মূল হোতা যুক্তরাষ্ট্র’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইউরোপের বুকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ বলে মনে করেন অধিকাংশ বিশ্লেষক। যুদ্ধে ইউক্রেনের তুলনায় রাশিয়ার ক্ষতি ‘অতি তুচ্ছ’ বলা যায়। ইউক্রেনের অর্থনীতি, অবকাঠামো, সামরিক শক্তি, সামাজিক সংহতি ইত্যাদি এরই মধ্যে চুরমার হয়ে গেছে।

তা ছাড়া চলতি যুদ্ধের প্রভাব বিশ্বে ভালোমতো পড়তে শুরু করেছে। করোনায় নাকাল বিশ্বে এই যুদ্ধ দীর্ঘ হলে দেশে দেশে সংকট আরও বাড়বে। আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিধ্বংসী এই যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রই প্রধান দায়ী বলে মনে করে চীন।

গত বুধবার প্রকাশিত রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মস্কোয় নিয়োজিত চীনা রাষ্ট্রদূত জাং হানওয়ে বলেন, ‘আজ যে যুদ্ধ চলছে, তার মাঠ তিলে তিলে তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৭ সালের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো পূর্ব ইউরোপে পাঁচ দফায় সম্প্রসারিত হয়েছে। মস্কোর আপত্তি সত্ত্বেও এসব করা হয়েছে। ১৯৯১ সালে সোভিয়েত রাশিয়ার আনুষ্ঠানিক বিলুপ্তির আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েতের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অলিখিত সিদ্ধান্ত হয়েছিল, পূর্ব ইউরোপের কোনো দেশকে ন্যাটোয় নেওয়া হবে না।’

এরপর বারাক ওবামা প্রশাসনের সহযোগিতায় ২০১৪ সালে এক ‘রঙিন বিপ্লবের’ মাধ্যমে ইউক্রেনের নির্বাচিত মস্কোপন্থী প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়। কিয়েভের সঙ্গে বাড়তে থাকে ন্যাটোর সম্পর্ক। দেশটির সামরিক বাহিনীকে নিবিড়ভাবে প্রশিক্ষণ, গোয়েন্দা ও সামরিক সহায়তা দিতে থাকে ন্যাটো ও যুক্তরাষ্ট্র। এ অবস্থায় গত বছরের শেষে ইউক্রেন সীমান্তে বিপুল সেনা জমায়েত করতে বাধ্য হয় মস্কো। এ অবস্থায় আগ বাড়িয়ে পদক্ষেপ নেওয়া ছাড়া মস্কোর কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। 

ইউক্রেনের মতো চীনকে ঘিরেও যুক্তরাষ্ট্র একই ধরনের কাজ করছে বলে মনে করেন জাং হাংওয়ে। তিনি বলেন, ‘বেইজিংয়ের উন্নয়ন ও উত্থানে আতঙ্কিত হয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার মতো চীনকে যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে কাবু করতে চায় ওয়াশিংটন। এ জন্য চীনের আশপাশে নানা ধরনের চীনবিরোধী শক্তিকে উসকানি দিচ্ছে তারা। ন্যাটোর একটি প্রশান্ত মহাসাগরীয় সংস্করণ তৈরি করতে চায় ওয়াশিংটন।’

এসব কিছুর মধ্য দিয়ে ওয়াশিংটন বিশ্বকে গত শতাব্দীর মতো ঠান্ডা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন মস্কোয় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত