নানা যৌথ উদ্যোগের মাধ্যমে সম্পর্ক সমৃদ্ধ করে চলেছে সৌদি আরব ও চীন। এবার চলচ্চিত্রশিল্পেও একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দেশগুলো। চীনা চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে সৌদি চলচ্চিত্র কমিশন।
গতকাল শুক্রবার সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
চুক্তিতে উভয় দেশে সৌদি চলচ্চিত্র বিতরণ, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও যৌথ চলচ্চিত্র প্রযোজনা তহবিল গঠনের বিষয়ে সহযোগিতার কথা বলা হয়েছে।
চীন সফরকালে সৌদি সংস্কৃতিমন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহর উপস্থিতিতে ফিল্ম কমিশনের সিইও আবদুল্লাহ আল ইয়াফ এবং বোনা ফিল্ম গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার নিকোলাস কিউ যৌথভাবে স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
তেলনির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করার প্রচেষ্টার অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের বিনোদনশিল্পকে প্রসারিত করা হয়েছে। প্রায় চার দশকের মধ্যে প্রথমবারের মতো ২০১৮ সালের এপ্রিলে সিনেমা হল খুলে দেয় সৌদি আরব।
সৌদি-চীন সম্পর্ক জোরদারের আরেকটি পদক্ষেপ হিসেবে গত বৃহস্পতিবার দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার জন্য প্রিন্স মোহাম্মদ বিন সালমান পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেন প্রিন্স বদর বিন আবদুল্লাহ। বেইজিং বিশ্ববিদ্যালয়ের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরির শাখায় উভয় পক্ষের কর্মকর্তা ও চীনা শিক্ষাবিদদের উপস্থিতিতে এই পুরস্কার উন্মোচন করা হয়।
২০২২ সালের ডিসেম্বরে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং সৌদি আরবে একটি যুগান্তকারী সফর করেন। এই সফরে তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরকালে সি বলেন, উপসাগরীয় দেশগুলোতে চীনা ভাষা শেখানোর অসংখ্য সুযোগ দেবে চীন।
২০২০ সালে সৌদি শিক্ষা কর্তৃপক্ষ দুই দেশের মধ্যে সংযোগ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে আটটি উচ্চবিদ্যালয়ে চীনা ভাষা শেখানো শুরু করে। একই বছরের শুরুর দিকে, চীন সফর করেছিলেন সৌদি ক্রাউন প্রিন্স। এই সফরের সময় কিংডমের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমে চীনা ভাষা প্রবর্তনের পরিকল্পনা নিয়ে কাজ করতে সম্মত হয় দুই দেশ।
নানা যৌথ উদ্যোগের মাধ্যমে সম্পর্ক সমৃদ্ধ করে চলেছে সৌদি আরব ও চীন। এবার চলচ্চিত্রশিল্পেও একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দেশগুলো। চীনা চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে সৌদি চলচ্চিত্র কমিশন।
গতকাল শুক্রবার সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
চুক্তিতে উভয় দেশে সৌদি চলচ্চিত্র বিতরণ, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও যৌথ চলচ্চিত্র প্রযোজনা তহবিল গঠনের বিষয়ে সহযোগিতার কথা বলা হয়েছে।
চীন সফরকালে সৌদি সংস্কৃতিমন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহর উপস্থিতিতে ফিল্ম কমিশনের সিইও আবদুল্লাহ আল ইয়াফ এবং বোনা ফিল্ম গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার নিকোলাস কিউ যৌথভাবে স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
তেলনির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করার প্রচেষ্টার অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের বিনোদনশিল্পকে প্রসারিত করা হয়েছে। প্রায় চার দশকের মধ্যে প্রথমবারের মতো ২০১৮ সালের এপ্রিলে সিনেমা হল খুলে দেয় সৌদি আরব।
সৌদি-চীন সম্পর্ক জোরদারের আরেকটি পদক্ষেপ হিসেবে গত বৃহস্পতিবার দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার জন্য প্রিন্স মোহাম্মদ বিন সালমান পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেন প্রিন্স বদর বিন আবদুল্লাহ। বেইজিং বিশ্ববিদ্যালয়ের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরির শাখায় উভয় পক্ষের কর্মকর্তা ও চীনা শিক্ষাবিদদের উপস্থিতিতে এই পুরস্কার উন্মোচন করা হয়।
২০২২ সালের ডিসেম্বরে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং সৌদি আরবে একটি যুগান্তকারী সফর করেন। এই সফরে তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরকালে সি বলেন, উপসাগরীয় দেশগুলোতে চীনা ভাষা শেখানোর অসংখ্য সুযোগ দেবে চীন।
২০২০ সালে সৌদি শিক্ষা কর্তৃপক্ষ দুই দেশের মধ্যে সংযোগ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে আটটি উচ্চবিদ্যালয়ে চীনা ভাষা শেখানো শুরু করে। একই বছরের শুরুর দিকে, চীন সফর করেছিলেন সৌদি ক্রাউন প্রিন্স। এই সফরের সময় কিংডমের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমে চীনা ভাষা প্রবর্তনের পরিকল্পনা নিয়ে কাজ করতে সম্মত হয় দুই দেশ।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৬ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৭ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৮ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৮ ঘণ্টা আগে