Ajker Patrika

এবার ‘ক্রুজ ক্ষেপণাস্ত্র’ ছুড়ল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১২: ২১
এবার ‘ক্রুজ ক্ষেপণাস্ত্র’ ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপের উত্তেজনা নতুন করে বাড়িয়েছে। সবশেষ বুধবার (১২ অক্টোবর) দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করেছে পিয়ংইয়ং। ক্ষেপণাস্ত্রের এসব সফল পরীক্ষা উত্তর কোরিয়াকে আরও শক্তিশালী করবে বলে প্রশংসা করেছেন দেশটির নেতা কিম জং উন। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

কেসিএনএ জানায়, বুধবার পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি কৌশলগত পরমাণু অস্ত্র বহনযোগ্য হওয়ায় কোরিয়ান পিপলস আর্মির সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো দুই হাজার কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে দূরে সাগরে গিয়ে পড়ে। 

উল্লেখ্য, গত তিন সপ্তাহে একের পর এক স্বল্প ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারক করেছেন স্বয়ং দেশটির নেতা কিম জং উন। বুধবারের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও পর্যবেক্ষণ করেছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত