Ajker Patrika

শতাধিক নাবিক নিয়ে ডুবল থাই নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নিখোঁজ ২৮ 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৪: ৫৭
শতাধিক নাবিক নিয়ে ডুবল থাই নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নিখোঁজ ২৮ 

শতাধিক নাবিক নিয়ে থাইল্যান্ড উপসাগরে ডুবে গেছে দেশটির নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এতে অন্তত ২৮ জন নিখোঁজ রয়েছে। রোববার রাতে ঝড়ের কবলে পড়ে এই জাহাজডুবির ঘটনা ঘটে। 

বিবিসির খবরে বলা হয়, এইচটিএমএএস সুখোতাই নামের জাহাজটি ডুবে যাওয়ার পর সোমবার পর্যন্ত ২৮ জন নাবিক নিখোঁজ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে তিনজন ক্রু সদস্যের অবস্থা আশঙ্কাজনক। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রোববার রাতে ব্যাংককের দক্ষিণে প্রেচুয়াপ খিরি খান প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে এইচটিএমএস সুখোথাই যুদ্ধজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ সময়  জাহাজটিতে পানি ঢোকার পর এর পাটাতন ডুবে যায়। এর পর জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে শর্টসার্কিট হয়। 

বিদ্যুৎ চলে যাওয়ার পরও ক্রুরা নিয়ন্ত্রণ ধরে রাখার প্রাণপন চেষ্টা করেন কিন্তু জাহাজটি একপাশে কাত হয়ে স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ডুবে যায়।  

জাহাজডুবির বেশ কিছু ছবি থাই নৌবাহিনীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়। ছবি: টুইটারজাহাজডুবির বেশ কিছু ছবি থাই নৌবাহিনীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়। এতে জাহাজটি ডুবে যাওয়ার সময়ের এবং উদ্ধার অভিযানের চিত্র দেখা যায়। 

এদিকে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছে তিনটি নৌ জাহাজ ও হেলিকপ্টার। থাই নৌবাহিনী জানিয়েছে, সুখোতাই জাহাজে থাকা ১০৬ জন নাবিকের মধ্যে ৭৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর নিখোঁজ ২৮ জনকে উদ্ধারের চেষ্টা চলছে।  

নিখোঁজ নাবিকদের সন্ধান পাওয়া গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার সকালে দেওয়া বিবৃতিতে থাই নৌবাহিনীটি জানায়, ‘নিখোঁজরা এখনও পানিতেই আছেন।’ সমস্ত ক্রুকে খুঁজে পেতে রাতভর তল্লাশি অব্যাহত ছিল বলেও জানিয়েছে তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত