Ajker Patrika

গাজায় যুদ্ধবিরতি কার্যকর না করলে যুক্তরাষ্ট্রকে কঠিন মার দেওয়া হবে: ইরান 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১১: ৩৭
গাজায় যুদ্ধবিরতি কার্যকর না করলে যুক্তরাষ্ট্রকে কঠিন মার দেওয়া হবে: ইরান 

গাজায় যে নির্মমতা চলছে, তা যদি বন্ধ না হয় এবং যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি কার্যকর করতে না পারে, তবে দেশটিকে কঠিন মার দেওয়া হবে। গতকাল রোববার ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 
 
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘মার্কিনদের প্রতি আমাদের পরামর্শ হলো—গাজায় অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করুন এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন করুন। অন্যথায় তাদের কঠিন মার দেওয়া হবে।’ 

হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই ইরান সক্রিয়ভাবে যুদ্ধবিরতির কথা বলে আসছে। দেশটি বারবার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র অবরুদ্ধ গাজাকে কেন্দ্র করে চলমান সংকটে উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিচ্ছে। গতকাল রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যা চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই কাজে সহায়তা করছে। 

নাসের কানানি বলেন, ‘ইসরায়েলি সন্ত্রাসী কার্যক্রমে যুক্তরাষ্ট্রের পরিপূর্ণ সহায়তা রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের উদ্ধত মনোভাবকেই তুলে ধরে এবং বিষয়টি বিশ্বের জাতিসমূহের মধ্যে ঘৃণার উদ্রেক করেছে।’ 
 
এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করার জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ সমগ্র গণতান্ত্রিক দেশের যুদ্ধ বলে উল্লেখ করেন তিনি। 

মাইক্রোব্লগিং সাইট এক্স (টুইটার) প্ল্যাটফর্মে এলি কোহেন পোস্ট শেয়ার করে বলেন, ‘জঙ্গিগোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন জানানোর জন্য এস জয়শঙ্করকে ধন্যবাদ। আমাদের যুদ্ধ হচ্ছে একটি ঘৃণ্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সমগ্র গণতান্ত্রিক বিশ্বের যুদ্ধ, যারা আইএসআইএসের চেয়েও নিকৃষ্ট।’ 

গাজায় হামাসের বিরুদ্ধে অভিযানের মধ্যেই শনিবার এস জয়শঙ্কর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফোনালাপে তিনি ‘সন্ত্রাসবাদ মোকাবিলা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানে’ ভারতের অবস্থান ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 

জয়শঙ্করও এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘আজ বিকেলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে কথা হয়েছে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলি পর্যবেক্ষণ তুলে ধরার জন্য তাঁর প্রশংসা করছি। আমরা সন্ত্রাসবাদ মোকাবিলা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং দুই রাষ্ট্র সমাধানে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’ 

এ আলোচনার মূল বিষয়বস্তু ছিল, গাজার চলমান পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করে এমন একটি সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত