Ajker Patrika

ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলার পর এশিয়ার শেয়ারবাজার নিম্নমুখী

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৪: ২৩
ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলার পর এশিয়ার শেয়ারবাজার নিম্নমুখী

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বাহিনীর হামলার পর এশিয়ার স্টক মার্কেটে শেয়ারের মূল্য কমে গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে দুর্ঘটনার পর সবচেয়ে বেশি ধস নেমেছে টোকিও ও হংকংয়ের শেয়ার বাজারে।

জাপানের বেঞ্চমার্ক নিক্কেইয়ের সূচক ২ দশমিক ৫ শতাংশ কমে গেছে এবং হংকংয়ের হ্যাং সেংয়ের সূচক কমেছে ২ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল ১১২ ডলারের ওপরে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১৬ মাসের মধ্যে এই প্রথম শেয়ারবাজার সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। অন্যদিকে তেলের দাম হুহু করে বাড়ছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে এশীয় অঞ্চলের বাজারগুলো কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান এমএসসিআইয়ের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ারমূল্য ১ দশমিক ৬ শতাংশ কমে গেছে, যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। এতে প্রতিষ্ঠানটির ৭ শতাংশ ক্ষতি হয়েছে।

রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজার ১ দশমিক ১ শতাংশ, চীনের শূন্য দশমিক ৮ শতাংশ এবং অস্ট্রেলিয়ার শূন্য দশমিক ৬ শতাংশ কমে গেছে।

আজ শুক্রবার ভোরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার কথা জানান পার্শ্ববর্তী শহর এনারহোদরের মেয়র দিমিত্র অরলভ। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবন ও ব্লকগুলোতে শত্রুদের নিরলস গোলাগুলিতে আগুন লেগেছে।’

এর কয়েক ঘণ্টা পর ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। সেখানে কেউ মারা যায়নি কিংবা আহত হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত